বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দার’ লেখক রকিব হাসান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।
জানা গেছে, লেখক রকিব হাসানের দুটি কিডনিই বিকল ছিল। গত ১ অক্টোবর থেকে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বয়স ৭৫ এর ওপরে। মাসে ৪বার করে ডায়ালাইসিসের প্রয়োজন ছিল তার।
ওই সময় রকিব হাসানের ছেলে রাহিদ হাসান জানান, বাবার দুটো কিডনিই নষ্ট। মাসে ৪টা করে ডায়ালাইসিস করাতে হচ্ছে। আর্থিক সংকট ও রক্তের সংকটেও ছিলেন তারা। বাবা যেহেতু সারাজীবন সেবা প্রকাশনীর জন্য লেখালেখি করে গেছেন, তাই সেবা প্রকাশনী আমাদের পেছনে আছে। কিন্তু সেটা যথেষ্ট না। এ অবস্থায় তিনি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সাহায্যের আবেদন জানিয়েছিলেন।
তিন গোয়েন্দার কিশোর, রবিন, মূসাকে চেনেন না এমন বাংলাদেশি পাঠক হয়তো খুবই কম আছেন। কোটি কোটি পাঠকের শৈশব রাঙিয়ে দিয়েছে এই তিন গোয়েন্দা উপন্যাস। এছাড়াও রকিব হাসান প্রায় ৪০০ বইয়ের লেখক।
ডার্ক টু হোপ/এসএইচ