উখিয়ায় অস্ত্রসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজার প্রতিনিধি
Publish: Saturday, 18 October, 2025, 9:54 PM

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান (এলজি) ও একটি তাজা গুলিসহ এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে উখিয়া থানা পুলিশ।
শনিবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালীর ঘোনারপাড়া এলাকায় জনৈক রফিকের বাড়ির সামনে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তার যুবক ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের বাসিন্দা মৃত ছাব্বিরের ছেলে মো. তৈয়ব (২৬)।
উখিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক বলেন, ‘অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ান শুটার গান (এলজি) ও একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে অস্ত্র আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন: