রবিবার, ১৯ অক্টোবর ২০২৫,
৩ কার্তিক ১৪৩২
বাংলা English हिन्दी

রবিবার, ১৯ অক্টোবর ২০২৫
শিক্ষা
এবার থালা-বাটি নিয়ে মিছিল করবেন এমপিওভুক্ত শিক্ষকরা
নিউজ ডেস্ক
Publish: Saturday, 18 October, 2025, 10:17 PM

মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিন দাবিতে রোববার দুপুর ১২টায় শিক্ষা ভবন অভিমুখে থালা-বাটি নিয়ে ভুখা মিছিল করবেন আন্দোলনরত শিক্ষকরা।

শনিবার (১৮ অক্টোবর) রাতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী এই ঘোষণা দেন।

তিনি বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত কোনো শিক্ষক শ্রেণিশিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কেনো কাজে অংশ নেবেন না। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে।’

শিক্ষকদের মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, দেড় হাজার টাকা চিকিৎসা ভাতা এবং কর্মচারীদের ৭৫ শতাংশ পর্যন্ত উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে গত রোববার থেকে আন্দোলন করছেন শিক্ষকরা। ওইদিন জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিলে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি করছেন তারা।

বুধবারে হাইকোর্টের সামনে ও বৃহস্পতিবার শাহবাগে অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষকরা। শুক্রবার জুমার নাামজের পর থেকে অবস্থান কর্মসূচির পাশাপাশি আমরণ অনশনে বসেন শিক্ষকদের একাংশ।

আন্দোলনের সপ্তম দিন শনিবার দুপুরে কালো পতাকা মিছিল করে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে হাইকোর্ট চত্বর প্রদক্ষিণ করেন শিক্ষকরা।

অনশনের দ্বিতীয় দিন শনিবার বিকালে অসুস্থ হয়ে পড়েন কয়েকজন শিক্ষক। তাদরে মধ্যে একজন নারী শিক্ষককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘১০০ জন শিক্ষক অনশন করছেন। বাকিরা অবস্থান কর্মসূচি করছেন। শিক্ষকদের অনেকে অসুস্থ হতে শুরু করেছেন।’

শিক্ষকদের আন্দোলনে ষড়যন্ত্র খুঁজছেন, তাদের সতর্ক করে দেন এই শিক্ষক নেতা।

এদিকে অনশনস্থলে নিজের মাথা ন্যাড়া করে সরকারের প্রতি নিন্দা জানান ময়মনসিংহের ত্রিশালের বড়মা কাকচর ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল খালেক।

তিনি বলেন, ‘শিক্ষকদের প্রতি সরকারের অবজ্ঞার প্রতিবাদ জানিয়ে আমি আমার মাথার চুল ফেলে দিলাম।’ ফেসবুক লাইভে মাথা ন্যাড়া করার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত, দাবির বিষয়ে বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের সঙ্গে বৈঠক করেন শিক্ষকরা। বৈঠকে আগামী নভেম্বর থেকে মূল বেতনের ৫ শতাংশ পর্যন্ত শিক্ষকদের বাড়িভাড়া বৃদ্ধির প্রস্তাব দিয়েছিলেন উপদেষ্টা। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন শিক্ষকরা। তারা নভেম্বর থেকে মূল বেতনের ১০ শতাংশ এবং আগামী বছরের জুলাই থেকে আরো ১০ শতাংশ বাড়িভাড়া বাড়ানোর দাবি জানান। তবে অর্থের সংস্থান নেই বলে তাতে রাজি হননি শিক্ষা উপদেষ্টা।

এরপর বিকালে কয়েকবার যমুনা অভিমুখে পদযাত্রার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত সেই কর্মসূচি থেকে সরে আসেন বিক্ষুদ্ধ শিক্ষকরা। এরপর শুক্রবার জুমার নামাজের পর থেকে তাদের অনশন কর্মসূচি চলছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

সায়েন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
শ্রমিকদের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর
শাহজালালে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন
দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেছেন বিমান বাহিনী প্রধান
বিতর্কিত কেউ আগামী নির্বাচনী দায়িত্বে থাকবেন না: ইসি আনোয়ারুল
শিক্ষা- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝