Publish: Sunday, 19 October, 2025, 4:38 PM

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন কমে আজ রোববার (১৯ অক্টোবর) ৪৪৪ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন লেনদেনে অংশ নেওয়া ৭৯ শতাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। এদিন পতন হয়েছে ডিএসইর সব ধরনের সূচকের। প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৭৫ পয়েন্ট। আগের কর্মদিবস বৃহস্পতিবারের তুলনায় আজ বাজারে মূলধনের পরিমাণ কমেছে ১২ হাজার ৩৩৫ কোটি টাকা।
ডিএসইতে শেয়ার বিক্রির চাপে আজ লেনদেন শুরুর প্রথম ১৯ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ৩৫ পয়েন্ট। বেলা বাড়ার পর সূচকটির পতন গতি কমে আসে। লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টা ২০ মিনিটে সূচক ডিএসইএক্স পতন হয় ৯ পয়েন্ট। সেই পতন আরও বাড়ে। লেনদেন শেষে সূচক ডিএসইএক্সের পতন হয় ৭৫ দশমিক শূন্য সাত পয়েন্ট। সূচকটি কমে দিনশেষে দাঁড়ায় পাঁচ হাজার ৪৪ দশমিক ৩৩ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ২৯ দশমিক ৭৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৯৩৮ দশমিক ১৭ পয়েন্টে। এ ছাড়া ডিএসইএস সূচক ২৩ দশমিক ৯৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬২ দশমিক ৩৩ পয়েন্টে।
আজ লেনদেন হয়েছে ৪৪২ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। আগের কর্মদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৪৪৪ কোটি ৫০ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইতে মূলধন দাঁড়িয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৯৪৯ কোটি ৮৩ লাখ টাকা। গত বৃহস্পতিবার মূলধন ছিল ছয় লাখ ৯৯ হাজার ২৮৪ কোটি ৯৯ লাখ টাকা। এদিন লেনদেন হওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৩১৪টির। শেয়ার দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।
আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সামিট অ্যালায়েন্স পোর্টের শেয়ার। কোম্পানিটির ২৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ইনফিউশনের ১৮ কোটি ৪৩ লাখ টাকা, বিএসআরএম স্টিলের ১৪ কোটি ৩৭ লাখ টাকা, ডমিনেজ স্টিলের ১৩ কোটি ৯৬ লাখ টাকা, এপেক্স ফুটওয়্যারের ১১ কোটি ৬৯ লাখ টাকা, প্রগতি লাইফের ১১ কোটি ৫২ লাখ টাকা, রবি আজিয়াটার ১০ কোটি ৮৫ লাখ টাকা এবং প্রগতি ইন্স্যুরেন্সের ১০ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
আজ দর কমার শীর্ষে উঠে এসেছে মুন্নু এগ্রো অ্যান্ড জেনারেল মেশিনারির শেয়ার। কোম্পানিটির দর কমেছে ১৪ দশমিক ২৪ শতাংশ। এদিন দর বাড়ার শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার। কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮৫ শতাংশ।
ডার্ক টু হোপ/এসএইচ