শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি
যশোর প্রতিনিধি
Publish: Thursday, 21 November, 2024, 6:36 PM

ভারতে দুই বছর কারাভোগের পর ২৪ বাংলাদেশি নারী ও পুরুষকে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে ১১ নারী ও ১৩ পুরুষ রয়েছেন। গতকাল বুধবার (২০ নভেম্বর) রাতে আনুষ্ঠানিকভাবে তাঁদের গ্রহণ করেছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

পাচারের শিকার এসব নারী-পুরুষের মধ্যে রয়েছে রয়েছে, নড়াইল, চট্টগ্রাম, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ, টাঙ্গাইল, কক্সবাজার এবং পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে। জানা গেছে, এসব বাংলাদেশিদের আকর্ষনীয় চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূইয়া জানান, এদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করেছিল পাচারকারীরা। বেনাপোল উপজেলা প্রশাসন ও ইমিগ্রেশনের পক্ষ থেকে তাদের গ্রহণ করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘রাইটস যশোর’ নামে একটি এনজিও সংস্থা তাদের গ্রহণ করে তাদের শেল্টার হোমে নিয়ে যায়। সেখান থেকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে রাইটস যশোরের ফিল্ড অফিসার তৌফিকজামান জানান।

ফেরত আসা বাংলাদেশিদের মধ্যে মাহানা খাতুন জানান, তাঁরা ভালো চাকরির আশায় গত আড়াই বছর আগে দালালের খপ্পরে পড়ে অবৈধ পথে ভারতে যান। পরে সে দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার অপরাধে কলকাতা পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। সাজার মেয়াদ শেষে সেখান থেকে ‘রেসকিউ ফাউন্ডেশন’ নামে ভারতের একটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

অফিস সময়ে সভার জন্য সম্মানী না নিতে নির্দেশনা
বিশ্বকাপে খেলা নিশ্চিত বাংলাদেশের, বাদ ওয়েষ্ট ইন্ডিজ
ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খন্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল
রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝