রাজশাহীর পুঠিয়া উপজেলার পুরোনো পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে টিসিবির সংরক্ষিত কিছু পণ্য পুড়ে গেছে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে পৌর সদরের পুরোনো ভবনে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে পুঠিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা।
পুঠিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস পরিদর্শক সরোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে টিসিবির তেল, চাল ও মসুর ডাল রাখা ছিল। আগুনে এসব পণ্য পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। কারণ অগ্নিকাণ্ডের স্থানেই একটি ইলেকট্রিক বোর্ড ছিল, যা আগুনে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক বলেন, ভবনটি এখন অফিসিয়াল কাজে ব্যবহৃত হয় না, এটি বর্তমানে একটি গোডাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে। টিসিবির পণ্য সাময়িকভাবে এখানে রাখা হয়েছিল। অগ্নিকাণ্ডে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। কারণ, পণ্যগুলোর বেশিরভাগই ইতিমধ্যে বিক্রি হয়ে গিয়েছিল।
তিনি আরও বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
ডার্ক টু হোপ/এসএইচ