বিশ্বের সাংবাদিকদের জন্য বিপজ্জনক দেশের তালিকার শীর্ষ তিনে নাম রয়েছে বাংলাদেশের। সবচেয়ে বিপজ্জনক অবস্থানের তালিকায় ফিলিস্তিনের গাজার পরই আছে পাকিস্তানের নাম।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্বজুড়ে ২০২৪ সালে পেশাগত দায়িত্ব পালনের সময় প্রাণ হারিয়েছেন ৫৪ সাংবাদিক। এদের মধ্যে পাঁচজনই বাংলাদেশে নিহত হয়েছেন। সব মিলিয়ে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।
আরএসএফের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে প্রাণ হারিয়েছেন ৫৪ সাংবাদিক। আর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক অবস্থানের তালিকায় শীর্ষে রয়েছে ফিলিস্তিন, যেখানে নিহত হয়েছেন ১৬ সাংবাদিক। এরপরই আছে পাকিস্তানের নাম। সেখানে প্রাণ হারিয়েছেন সাত সাংবাদিক। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ, যেখানে পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন। চতুর্থ স্থানে থাকা মেক্সিকোতে সাংবাদিক নিহতের সংখ্যা ৫।
২০২৩ সালে একই প্রতিবেদনে (জানুয়ারি-ডিসেম্বর) উল্লেখিত নিহতের সংখ্যা ছিল ৪৫।
ডার্ক টু হোপ/এসএইচ