বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
গণমাধ্যম
পত্রিকার সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ
নিউজ ডেস্ক
Publish: Thursday, 26 December, 2024, 12:39 AM

দৈনিক জনবাণী পত্রিকার সম্পাদক ও ব্যবস্থাপনা সম্পাদকসহ ৪ সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। বুধবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর বাংলামোটর প্লানার্স টাওয়ারের পাশে তাদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় জনবাণী পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা সম্পাদক রাজু আহমেদ শাহ, বিশেষ প্রতিনিধি বশির হোসেন খান এবং অনলাইন সম্পাদক আতাউর হোসেন আহত হলে সন্ধ্যা ৬টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। পরে সেখানে চিকিৎসা নেন তারা। এরমধ্যে পত্রিকার সম্পাদক ও প্রকাশক শফিকুল ইসলাম গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত সাংবাদিক বশির হোসেন খান বলেন, ‘বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে ২০ থেকে ২২ জনের একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। তখনও আমরা কিছুই বুঝতে পারছিলাম না। ধারণা করছি, পূর্ব পরিকল্পিতভাবে তারা আমাদের ওপর হামলা করেছে। আমরা তাদের কাউকে চিনতে পারিনি।’

তিনি জানান, হামলার ঘটনার আগে রমজান নামে এক ব্যক্তি জনবাণী পত্রিকার কার্যালয়ে এসে হুমকি দিয়েছিল। তখন আমরা বাইরে থেকে অফিসে যাচ্ছিলাম। অফিসে না পেয়ে দুর্বৃত্তরা আমাদের খোঁজে বের হয়ে রাস্তায় পেয়ে হামলা চালায়।

পরিকল্পিতভাবে এমন হামলা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘তারা (হামলাকারীরা) আমাদের পেয়ে প্রথমে নাম জিজ্ঞেস করে। এরপর হামলা চালায়। এমনভাবে এসেছিল যে, মনে হয়েছে দূর থেকে কেউ দেখিয়ে দিয়েছে। হামলায় সম্পাদকের মাথা, হাত ও পিঠে ক্ষত হয়েছে।’

আহতরা জানান, প্রাথমিকভাবে বিষয়টি শাহবাগ থানাকে মোবাইল ফোনে জানানো হয়েছে। তবে এ ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছেন তারা।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) পরিদর্শক মো. ফারুক হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মারধরের শিকার ৪ সাংবাদিক হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
গণমাধ্যম- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝