বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
আওয়ামী লীগ নেতা মিসবাহকে অপহরণ-মারধর, মুক্তিপণ আদায়
সিলেট ব্যুরো
Publish: Saturday, 14 December, 2024, 6:37 PM

আওয়ামী লীগের তিনবারের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মিসবাহ উদ্দিন সিরাজকে তুলে নিয়ে মোটা অংকের টাকা মুক্তিপণ আদায় করেছে দুর্বৃত্তরা। এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাতও করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাতে সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, শুনেছি অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজের ওপর হামলা হয়েছে। তবে কী কারণে হামলা, কারা করেছে সেটি বোঝা যায়নি।

তিনি আরও বলেন, আল হারামাইন হাসপাতালে উনি চিকিৎসা নিয়েছেন সেটি নিশ্চিত হওয়া গেছে। ওনার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া দুর্বৃত্তরা তাকে অপহরণের পর মুক্তিপণ নিয়ে ছাড়ার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি আমরা খোঁজ নিচ্ছি।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মিসবাহ উদ্দিন আত্মগোপনে আছেন। জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়। তাই পুলিশের চোখ এড়িয়ে রাতের বেলা তিনি মাঝেমধ্যে আত্মগোপনে থাকা বাসাটি থেকে বেরোতেন।

আওয়ামী লীগের একাধিক নেতা জানান, এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে মিসবাহ উদ্দিন একটি সিএনজিচালিত অটোরিকশায় সিলেট নগরের সুবিদবাজার এলাকায় যাচ্ছিলেন। পথে একদল দুর্বৃত্ত রিকশা থামিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। এরপর মিসবাহ সিরাজের ব্যক্তিগত মোবাইল থেকে তার পরিবারের লোকজনের কাছে কোটি টাকা মুক্তিপণ দাবি করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে অপহরণকারীদের মুক্তিপণ দেওয়া হলে রাত সাড়ে ৩টায় তাকে রক্তাক্ত অবস্থায় নগরীর সাগরদিঘীরপাড় এলাকা থেকে উদ্ধার করা হয়। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জানিয়েছেন তার এক আত্মীয়।

চিকিৎসা নেওয়ার পর মিসবাহউদ্দিন কোথায় আছেন সে ব্যাপারে কিছু বলতে পারেনি পুলিশ। জানা গেছে, শুক্রবার সকালের দিকে একটি হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে নিরাপদে সরে যান তার পরিবার।

সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মিসবাহ সিরাজ তিনবার দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবীর (পিপি) দায়িত্বও পালন করেছেন দীর্ঘদিন। তিনি সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্যও ছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝