Publish: Monday, 23 December, 2024, 8:59 PM
বরিশালের বাবুগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) ও ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
রোববার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে মাধবপাশা ইউনিয়নের চন্দ্রপাড়ায় ঘটনাটি ঘটে। এ সময় তাদের কাছ থেকে হ্যান্ডকাফও উদ্ধার করা হয়।
আটকরা হলেন- বরিশালের কাজিরহাট থানার উপপরিদর্শক (এসআই) রেদোয়ান ও বরিশাল মহানগর ছাত্রদলের সহ-সভাপতি রাসেল আকন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার রাতে কয়েকজন যুবক জুয়া খেলছিলেন। এ সময় ডিবি পুলিশ পরিচয়ে সেখানে হানা দেন কয়েকজন ব্যক্তি। এ সময় তারা পাঁচ যুবকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন সেট নিয়ে নেয়।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে এলাকাবাসী বরিশাল পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন দেন। ওসি জানান কোনো পুলিশ অভিযানে যায়নি। এরপরই এলাকাবাসী দুজনকে আটকে পিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বলেন, বিষয়টি যাচাই-বাছাই চলছে। ক্ষতিগ্রস্তদের মামলা করতে বলা হয়েছে। মামলা হলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বরিশালের কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজান বলেন, তার থানার এসআই রেদোয়ান এয়ারপোর্ট থানা হেফাজতে রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ