Publish: Monday, 23 December, 2024, 10:02 PM
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরো ১৭২ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৬ হাজার ৩৬৬ জনে। গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, যার ফলে মৃতের সংখ্যা বেড়ে ৫৬৪ জনে পৌঁছেছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারাদেশে ১৭২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে নতুন করে একজন মারা গেছেন। মৃত্যুবরণকারী ব্যক্তি বরিশাল বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বাস করেন।
আক্রান্তদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশনে ৬৭ জন, ঢাকা বিভাগে ৫১ জন, চট্টগ্রাম বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ১৭ জন, খুলনা বিভাগে ৫ জন, ময়মনসিংহ বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ১০ জন এবং রংপুর বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডার্ক টু হোপ/এসএইচ