চাঁদপুরের মেঘনা নদীতে লাইটার জাহাজে আলোচিত ৭ খুনের ঘটনায় গ্রেপ্তার আকাশ মন্ডল ওরফে ইরফানকে ৭ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিক রিমান্ড মঞ্জুর করেন। এর আগে কড়া নিরাপত্তায় আসামিকে আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা চাঁদপুর সদরের হরিণা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক কালাম খা আদালতে ১০ দিন রিমান্ডের আবেদন করেন। তিনি বলেন, ‘‘আশা করছি, তাকে জিজ্ঞাসাবাদে সব তথ্য বেরিয়ে আসবে।’’
গত সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীতে এমভি আল–বাখেরা জাহাজ থেকে সাতজনের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় হাইমচর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে জাহাজের মালিক মাহবুব মোর্শেদ মামলা করেন।
পরে খুনের ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ইরফানকে গ্রেপ্তার করেছে র্যাব। বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
নৌপুলিশের চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মুশফিকুর রহমান বলেন, জাহাজে হত্যাকাণ্ডে ঘটনা পরিকল্পিত। সেটি ডাকাতির ঘটনা ছিল না। যেভাবে জাহাজের কক্ষে কক্ষে হত্যা করা হয়েছে, তা পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রমাণ।
গ্রেপ্তার ইরফানের বাড়ি ফকিরহাট উপজেলায়। তার বাবার নাম জগদীশ মণ্ডল। তিনি আট মাস ধরে এমভি-আল বাখেরা জাহাজে চাকরি করছিলেন।
চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, ৭ খুনের রহস্য উন্মোচনে শ্রম মন্ত্রণালয় ৫ সদস্যের, জেলা প্রশাসনে ৪ সদস্যের এবং জেলা পুলিশ ৩ সদস্যের তদন্ত টিম গঠন করেছে।
ডার্ক টু হোপ/এসএইচ