Publish: Saturday, 28 December, 2024, 10:18 PM
এডিস মশাবাহী রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত একদিনে আরো একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৭০ জনে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে নতুন করে ১০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে এ বছর ডেঙ্গু আক্রান্ত ১ লাখ ৮শ’ ছাড়িয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত একদিনে ডেঙ্গুতে বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী (৩৪ জন) হাসপাতালে ভর্তি হয়েছে।
এছাড়া গত একদিনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) ২৩ জন ছাড়াও ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১৯ জন, বরিশাল বিভাগে ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৭ জন, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগে ৩ জন করে মোট ৬ জন এবং খুলনা বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের প্রথম দিন থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৫৭০ জনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৬৮ জন। এরমধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায়। ডিএসসিসিতে মশাবাহিত রোগটিতে চলতি বছর মোট ২৩৭ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) ১০৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে বরিশাল বিভাগে ৬৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫৪ জন, ঢাকা বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৩৫ জন, ময়মনসিংহ বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ৮ জন ছাড়াও রংপুর বিভাগে ৩ জন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে একজন মারা গেছেন।
ডার্ক টু হোপ/এসএইচ