বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
তানোরে শীতবস্ত্র বিতরণ নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, আহত ১৫
রাজশাহী ব্যুরো
Publish: Saturday, 4 January, 2025, 11:41 PM

রাজশাহীর তানোরে বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। যাদের মধ্যে ছয়জনকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের ভবানীপুর দাখিল মাদ্রাসা মাঠে ঘন্টা ব্যাপি দফায় দফায় এ সংঘর্ষ হয় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেক ও মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দীনের অনুসারীদের মধ্যে।

হাসপাতালে ভর্তি আহতরা হলেন- আব্দুস সামাদ (৪৫) মতিউর রহমান (৪৮), ওবায়দুর রহমান (৫০) ফিরোজ মাহমুদ (৪৫), মাহাবুর রহমান ( ৩৮) এখলাছুর রহমান (৫৩)। তারা সবাই স্থানীয় বিএনপির নেতাকর্মী।

পত্যক্ষদর্শীরা জানায়, ওই মাদ্রাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শীতবস্ত্র, ক্যালেন্ডার ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণের আয়োজন করে গোদাগাড়ী বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুলতানুল ইসলাম তারেকের। বিকেলে এই আয়োজনের সময় শরিফ উদ্দীনের অনুসারীরা গিয়ে বাধা দেন এবং বেশকিছু চেয়ার ও দুইটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় তারেকের অন্তত চারজন কর্মী-সমর্থককে পিটিয়ে আহত করা হয়। কিছুক্ষণ পর সেখানে যান সুলতানুল ইসলাম তারেক। তিনি যাওয়ার পর তার কর্মী-সমর্থকেরা শরিফ উদ্দীনের কর্মী-সমর্থকদের ওপর পাল্টা হামলা করেন। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে উভয়পক্ষের অন্তত আরও ১১ জন আহত হন।

তানোর থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ যাওয়ার আগে উভয়পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝