বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
আদালত থেকে ফেরার পথে সাবেক মন্ত্রী ফরহাদের ভাই মৃদুল গ্রেপ্তার
মেহেরপুর প্রতিনিধি
Publish: Tuesday, 7 January, 2025, 11:55 PM

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালত থেকে বাড়ি ফেরার পথে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালতের পিপি মোখলেসুর রহমন স্বপন বলেন, এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে দেড় কোটি টাকার চেক জালিয়াতি মামলায় আদালত থেকে জামিন পান মৃদুল। পরে জামিন পেয়ে বাড়ির পথে রওনা দিলে সন্ত্রাস দমন আইনের অন্য মামলায় পুলিশ তাকে গ্রেপ্তার করে ফের আদালত নিয়ে যায়।

এ মামলায় তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন মেহেরপুর বিচারিক আদালতের হাকিম জুয়েল রানা।

পিপি মোখলেসুর রহমন স্বপন বলেন, ব্যবসায়িক সহযোগী দেবাশীষ বাগচীর করা দেড় কোটি টাকার চেক জালিয়াতি মামলায় ৫ অগাস্টের পর থেকে পলাতক ছিলেন সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের ভাই মৃদুল। আসামির অনুপস্থিতিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মামলার কার্যক্রম শুরু করে আদালত।

মঙ্গলবার ওই মামলায় যুক্তিতর্কের দিন ছিল। পরোয়ানা নিয়ে আদালতে গিয়ে জামিন চান জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল। আদালত চেক জালিয়াতি মামলায় তাকে জামিন দেয়। আদালত থেকে বের হয়ে বাড়ির দিকে রওয়ানা হলে মেহেরপুর সদর থানার ওসি মেজবাহ উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মৃদুলকে গ্রেপ্তার করে আবারো আদালতে নিয়ে যায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।

সাবেক মন্ত্রীর ভাইয়ের পক্ষে জামিন শুনানিতে আওয়ামী লীগপন্থি আইনজীবীরা অংশ নেন। অন্যদিকে, জামিনের বিরোধিতা করে শুনানিতে অংশ নেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝