Publish: Wednesday, 8 January, 2025, 11:06 PM
কমিটি গঠনকে কেন্দ্র করে বাগেরহাটে বিএনপির দু’গ্রুপের দফায় দফায় সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ১৫ জন আহত হয়েছেন। এ সময় ৬-৭টি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় সদরের বিষ্ণুপুর ইউনিয়নের কুলিয়াদাইড় গ্রামে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবহিনী মেতায়েন করা হয়েছে।
জানা যায়, বিষ্ণুপুর ইউনিয়নের বিএনপি নেতা মোল্লা মোস্তাফিজ রহমান ও শেখ রুহুল আমীন গ্রুপের মধ্যে ২-৩ দিন আগে থেকে বেশ কয়েকবার ছোট ছোট হামলার ঘটনা ঘটে। এরপর বুধবার দুপর থেকে সন্ধ্যা পর্যন্ত দফায় দফায় হামলায় নারীসহ ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ৬ জনকে বাগেরহাট ও খুলনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জেরে সন্ধ্যায় মোল্লা মোস্তাফিজ রহমান এর লোকজন শেখ রুহুল আমীনসহ তার ৭ ভাইয়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। বিএনপির বিবাদমান দুই গ্রুপের মধ্যে ফের সংঘর্ষে আশঙ্কায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সদস্য শেখ রুহুল আমীন জানান, বুধবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি কমিটি গঠন সংক্রান্ত বিষয় নিয়ে জেলা বিএনপির সভাপতি আকরাম হোসেন তালিমের সাথে কথা বলে বাড়ী ফেরার পথে কুলিয়াদাইড় গ্রামের ভিআইপি মোড়ে পৌঁছালে প্রতিপক্ষ মোল্লা মোস্তাফিজ রহমান গ্রুপের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। এসময়ে তার গ্রুপের কয়েকজন আহত হয়।
অপরদিকে বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপির সভাপতি মোল্লা মোস্তাফিজ রহমান গ্রুপের নেতা মাসুম মোল্লা জানান, তাদের গ্রুপের ওপর হামলার ঘটনায় থানায় অভিযোগ দিতে আসার পথে শেখ রুহুল আমীন গ্রুপের লোকজন বিকেলে তাদের ওপর আবারও হামলা চালায়। এতে আমাদের গ্রুপের ৫ জন আহত হয়।
এঘটনার জেরে সন্ধ্যায় কুলিয়াদাইড় গ্রামে উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এসময়ে শেখ রুহুল আমীনসহ তাদের ৭ ভাইয়ের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। আহত হয় নারীসহ ১৫জন।
এ ব্যাপারে বাগেরহাট পুলিশ সুপার মো. তৌহিদুল আরিফ জানান, বিষ্ণুপুর ইউনিয়নে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। ফের সংঘর্ষে আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
ডার্ক টু হোপ/এসএইচ