বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
নেত্রকোণায় পুলিশের এসআইকে কুপিয়ে হত্যা
নেত্রকোণা প্রতিনিধি
Publish: Friday, 10 January, 2025, 9:24 AM

নেত্রকোণার দুর্গাপুরে শফিকুল ইসলাম (৪৫) নামে পুলিশের এক এসআইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এর আগে একইদিন সন্ধ্যায় নেত্রকোণা পৌর শহরের উকিলপাড়ার পানমহল সংলগ্ন একটি গলি সড়কে এসআই শফিকুলেল ওপর হামলা করে দৃর্বৃত্তরা।

নিহত এসআই পৌর শহরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা ও উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও এলাকার রফিকুল ইসলামের ছেলে। তিনি জামালপুরে বেতারে কর্মরত ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

ঘটনাস্থলের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সন্ধ্যা ৬টা ২১ মিনিটে পান মহল সংলগ্ন সড়কে আগে থেকেই অবস্থান নিয়ে থাকা কয়েকজন দূর্বৃত্ত আচমকা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এসআই শফিকুলের ওপর হামলা চালায়। তাকে ঘেরাও করে হাতে এবং পায়ে কোপাতে থাকে। তিনি একাধিকবার পালানোর চেষ্টা করলেও হামলাকারীরা তাকে ঘিরে ধরে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাত ৯ টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

নিহতের ছোট ছেলে রাফিউল ইসলাম জানান, বুধবার সন্ধ্যায় ছুটিতে দুর্গাপুর এসেছিলেন এসআই শফিকুল ইসলাম। শুক্রবার সকালে তাদের নিয়ে ময়মনসিংহে একটি ভাড়া বাড়িতে উঠার কথা ছিল।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, এখন পর্যন্ত হামলার কারণ জানা যায়নি। তবে আলামত হিসেবে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেটি দেখে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝