বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
গরু চুরি করে ভোজের আয়োজন, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
জামালপুর প্রতিনিধি
Publish: Saturday, 11 January, 2025, 11:16 PM

জামালপুরের মাদারগঞ্জে গরু চুরি করে ভোজের আয়োজন করার অভিযোগে আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছে উপজেলা বিএনপি।

শনিবার (১১ জানুয়ারি) বিকালে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি পত্রে উল্লেখ্য করা হয়, দলীয় ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন করার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীকে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের পদ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নির্দেশে সাময়িক অব্যাহতি দেওয়া হলো। একই সাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে  আগামী ৭ দিনের মধ্যে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খানের কাছ মাহমুদুলের বক্তব্য উপস্থাপনের জন্য নির্দেশ দেওয়া হয়।

অব্যাহতির বিষয়টি নিশ্চিত করে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মন্জুর কাদের বাবুল খান বলেন, ‘দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে দলীয় পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।’

এ প্রসঙ্গে অভিযুক্ত মাহমুদুল হাসান মুক্তা বলেন, ‘আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছি। আমাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। আমি এর প্রমাণ দিয়েই অব্যাহতি থেকে মুক্তি নেব।’

গরু চুরি করে ভোজের আয়োজন করায় বিএনপি নেতা মুক্তা চৌধুরী ও যুবদল কর্মী সুমনসহ ১২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মাদারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন এফাজ মন্ডল নামে এক গরুর মালিক।

ডার্ক টু হোপ/এসএইচ

মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝