Publish: Sunday, 12 January, 2025, 10:18 AM
জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, এতবড় একটা অভ্যুত্থান হলো, এতো মানুষ জীবন দিল, এখানে যে আকাঙ্ক্ষা হচ্ছে, তা পাহাড়সম। এই বাংলাদেশের মানুষ অসহায় হয়ে খুনি হাসিনার কাছে জিম্মি হয়েছে। ক্ষমতার পিপাসার কাছে জিম্মি হয়েছে, গোপালগঞ্জ নামক সিন্ডিকেটের কাছে জিম্মি হয়েছে। এতো কিছুর পরে যখন মানুষের দেয়ালে পিঠ ঠেকে গেছে, তখন মানুষ মুক্তির আশায় জীবন দিতে পর্যন্ত কার্পণ্য করেনি।
শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় টাউনহল তারেক স্মৃতি অডিটরিয়ামে ২০১৩ সালে শাপলা চত্বরে ও ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত জুলাই বিপ্লবোত্তর আকাঙ্ক্ষা ও সম্ভাবনা শীর্ষক সেমিনারে এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাবেক জ্বালানি উপদেষ্টা ও দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান।
সারজিস আলম বলেন, মানুষ বছরের পর ধরে ফ্যাসিস্ট খুনি হাসিনা, তার রেজিম, তার দোসর ও তার বিভিন্ন দল, এগুলোর মাধ্যমে মানুষ নানাভাবে অত্যাচারিত হয়েছে, জেল খেটেছে, হয়রানি হয়েছে, মিথ্যা মামলা খেয়েছে, গুম হয়েছে।
এদিকে প্রশাসনে শুদ্ধি অভিযান না চালানো সরকারের বড় ব্যর্থতা উল্লেখ করে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, বাংলাদেশের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে। শেখ হাসিনা জনগণের যে অধিকার ছিনিয়ে নিয়ে গিয়েছিল আর কেউ জনগণের অধিকার যেন ছিনিয়ে নিতে না পারে, এই বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। কোনো বিদেশি শক্তিকে আমরা আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে আবার ভারতের মতো কুক্ষিগত হতে দিতে পারি না।
আস-সিরাজের উপদেষ্টা অধ্যাপক মুফতী মুহিব্বুল্লাহ’র সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ কে এম ফজলুল হক ভুইয়া, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোটের প্রধান সমন্বয়কারী সাইদুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সদস্য লুৎফর রহমান, অ্যাডভান্স রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ কামরুল হাসান মিলন, সাদমান ট্রাভেলসের চেয়ারম্যান ড. হাসানুজ্জামান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন লেখক ও মাদরাসাতু লিসানিন কুরআন এর পরিচালক মাহমুদুল হাসান জুনাইদ। আলোচনা শেষে জাগরণী সংগীত পরিবেশিত হয়।