বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে তিন তরুণ নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
Publish: Friday, 17 January, 2025, 11:50 AM

গোপালগঞ্জে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। পুলিশে জানিয়েছে, তারা খেজুর রস খেতে মোটরসাইকেলে করে বের হয়েছিল। পথে সড়ক দুর্ঘটনায় তাদের মৃত্যু হয়।  

শুক্রবার (১৭ জানুয়ারি) ভোরে জেলার কাশিয়ানী উপজেলার হিরণ্যকান্দিতে এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮), একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ জানায়, ওই তিন তরুণ খেজুরের রস খেতে মোটরসাইকেলে করে পাশের জেলার ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কালিনগর এলাকায় যাচ্ছিলো। পথে ঢাকা-খুলনা মহাসড়কের হিরণ্যকান্দি এলাকায় পৌঁছালে খুলনাগামী অজ্ঞাত একটি বাসের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দিপু ও বিশালের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হৃদয়কে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, স্থানীয়রা সড়কের পাশে মোটরসাইকেলসহ তিন জনকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহসহ দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝