বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা
পঞ্চগড় প্রতিনিধি
Publish: Sunday, 19 January, 2025, 8:10 AM

হাড়কাঁপানো শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। উত্তরের এই জেলায় আজ সকালে তাপমাত্রা নেমেছে ৭ ডিগ্রির ঘরে। বইছে মাঝারি শৈত্যপ্রবাহ।

পৌষের শুরু থেকেই তীব্র শীত অনুভূত হচ্ছিল দেশের এই জনপদে। কয়েকদিন তাপমাত্রা ৯ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রির মধ্যে ওঠানামা করলেও আজ হঠাৎ তা ৭ ডিগ্রির ঘরে নেমে এসেছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো মাঝারি শৈত্যপ্রবাহ কবলে পড়ল পঞ্চগড়। এর ফলে তীব্র শীত অনুভূত হচ্ছে।

গতকাল পঞ্চগড়ে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। আজ সেই তাপমাত্রা ৫ ডিগ্রি কমেছে বলে জানায় আবহাওয়া অফিস।

তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রি সেলসিয়াস হলে সেটিকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। এছাড়া ছয় থেকে আট ডিগ্রি সেলসিয়াসে নামলে মাঝারি শৈত্যপ্রবাহ এবং চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে সেটিকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। আর তাপমাত্রা চার ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ। সে হিসেবে আজ সকালে পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রোববার (১৯ জানুয়ারি) সকাল ছয়টায় তেঁতুলিয়ায় ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। গতকাল সকাল নয়টায় তেঁতুলিয়ায় ১১.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

তেঁতুলিয়া প্রথম শ্রেণির আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় এসব তথ্য জানান।

জিতেন্দ্র নাথ রায় বলেন, পঞ্চগড় মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। সকাল ছয়টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সামনের দিকে তাপমাত্রা আরও কমতে পারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝