পটুয়াখালীতে নির্মিত কয়লাভিত্তিক দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয়েছে। একই সঙ্গে তা জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
পায়রা সমুদ্র বন্দর সংলগ্ন রাবনাবাদ নদীর তীরে নির্মিত ‘আরএনপিল পটুয়াখালী ১৩২০’ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রটির আংশিক ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট থেকে উৎপাদন শুরু হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ১০ মিনিট থেকে বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে এই বিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন এই খবর জানান।
এসময় তিনি আশা প্রকাশ করে বলেন, সব ধরণের পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে মার্চ মাসে বাণিজ্যিকভাবে এই ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এছাড়া জুনের মধ্যে দ্বিতীয় ইউনিট উৎপাদনে যাবে।
বিদ্যুৎ কেন্দ্রটির দুইটি ইউনিট পুরোপুরি উৎপাদনে থাকলে দেশের সার্বিক বিদ্যুৎ চাহিদার ১০ শতাংশ এখান থেকে পূরণ হবে বলেও মন্তব্য করেন তিনি।
বিদ্যুৎ কেন্দ্রটির নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) শওকত ওসমান বলেন, আন্তর্জাতিক মানদণ্ড মেনে এটি নির্মাণ করা হয়েছে। যার ফলে পরিবেশের ওপর এর তেমন কোনো ক্ষতিকর প্রভাব পড়বেনা।
এ ব্যাপারে আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক তৌফিক ইসলাম বলেন, আমরা আজ অত্যন্ত আনন্দিত। ২০১৪ সাল থেকে কেন্দ্রটি প্লানিং পর্যায়ে ছিল। তারপর থেকে দীর্ঘ সময় ধরে কাজ করছি। অনেক বাধা-বিপত্তি পেড়িয়ে ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিট পরীক্ষামূলক চালু হলো। টেস্টিং-কমিশনিং শেষে মার্চে বাণিজ্যিকভাবে প্রথম ইউনিট উৎপাদনের টার্গেট আছে। দ্বিতীয় ইউনিট জুন মাসের মধ্যে চালু করার লক্ষ্যমাত্রা আছে।
সংশ্লিষ্টরা জানান, উৎপাদনে যাওয়ার আগেই বিদ্যুৎ কেন্দ্রের জন্য জেটি নির্মাণ, কুলিং টাওয়ার, ওয়াটার ফিড, কনভেয়ার বেল্ট, টারবাইন, চুল্লি, কোল্ডস্টোর, স্টিল স্ট্রাকচার, বয়লার, ট্রান্সফরমার ও জেনারেটর স্থাপনসহ যাবতীয় কাজ শেষ হয়েছে।
গত বছরের ডিসেম্বরের মধ্যে কেন্দ্রটির ৬৬০ মেগাওয়াটের প্রথম ইউনিটটি বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুত করা হয়। ওই ইউনিটের সব ধরণের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও কমিশনিং সম্পন্ন হয়েছিল।
২০১৯ সালের ৩১ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড (আরপিসিএল) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নোরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি লিমিটেডের যৌথ বিনিয়োগে ‘আরএনপিএল পটুয়াখালী ১৩২০’ মেগাওয়াটের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়।
আন্তর্জাতিকমানের অত্যাধুনিক আলট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তির এ বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে ব্যয় ধরা হয় ২৭ হাজার কোটি টাকা।
পাঁচ বছর চার মাস নির্মাণ কাজের পর কেন্দ্রটি থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হলো। এটি পটুয়াখালীতে নির্মিত দ্বিতীয় তাপবিদ্যুৎ কেন্দ্র।
আরএনপিএল পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানিয়েছে, কেন্দ্রটি পুরোপুরি উৎপাদনে থাকতে প্রতিদিন ১২ হাজার মেট্রিকটন কয়লা প্রয়োজন হবে। পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ও লাইম স্টোন মজুদ রয়েছে। সম্পন্ন হয়েছে বাণিজ্যিক উৎপাদনের জন্য দরকারি কয়লা আমদানির চুক্তি। প্রথম ইউনিটের উৎপাদনের জন্য এক লাখ ২৫ হাজার মেট্রিকটন কয়লা কোল্ডইয়ার্ডে মজুদ রয়েছে। চলতি জানুয়ারি মাসে তিনটি জাহাজে আরও এক লাখ ৬৫ হাজার মেট্রিকটন কয়লা আসবে।
ডার্ক টু হোপ/এসএইচ