বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫,
১০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ
মামলা নিতে গড়িমসি করায় গুলশান থানার ওসি বরখাস্ত
নিউজ ডেস্ক
Publish: Sunday, 19 January, 2025, 11:46 PM

রাজধানীর অভিজাত এলাকা গুলশান অ্যাভিনিউয়ের একটি বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী বিষয়টি জানিয়ে থানায় মামলা করতে চাইলে গড়িমসি করেন গুলশান থানার ওসি। গত ১১ জানুয়ারি এ ঘটনা ঘটে। প্রায় নয়দিন পর রোববার (১৯ জানুয়ারি) এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

ডিএমপি কমিশনার এই পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে সদরদপ্তরে সংযুক্ত করা হয়েছে বলে জানা গেছে। ডিএমপির একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

জানা গেছে, ১১ জানুয়ারি স্বনামধন্য একজন ব্যবসায়ীর বাসায় যৌথবাহিনী পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গুলশান অ্যাভিনিউয়ের ২৯ নম্বর রোডের বাসা থেকে ডাকাতদল ৬০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ৪৬ লাখ টাকা এবং মূল্যবান জিনিস নিয়ে যায়। এই ঘটনায় পরের দিন থানায় অভিযোগ দেন ভুক্তভোগী ব্যবসায়ী। তবে মামলা নিতে গড়িমসি করে পুলিশ। বিষয়টি ডিএমপি কমিশনারকে অবহিত করলে থানার ওসি তৌহিদ আহমেদকে আজ সাময়িক বরখাস্ত করা হয়। তবে এখনও নতুন কাউকে থানার দায়িত্ব দেওয়া হয়নি।

আরো জানা গেছে, ভুক্তভোগী কয়েকবার থানায় যোগাযোগ করলেও পুলিশের পক্ষ থেকে কোনো সাড়া না পেয়ে ডিএমপির ঊধ্বর্তনদের বিষয়টি জানানো হয়। এরপরই ওসিকে গুলশান থানা থেকে সরিয়ে দেওয়া হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

যৌথ বাহিনীর অভিযানে ২ সমন্বয়ক গ্রেপ্তার
খুলনাকে হারিয়ে প্লে-অফে এক পা বরিশালের
সাইফ আলী খানের নিরাপত্তার দায়িত্ব নিলেন ‘কেডি পাঠক’
তানজিদ তামিমের শতক ছোঁয়া রানে বড় জয় ঢাকার
দেশের বাজারে ফের বাড়লো সোনার দাম
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝