সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫,
২১ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
বিনোদন
প্রেমে আঘাত জীবনে অনেক কিছু শিখিয়েছে: শাহিদ
বিনোদন ডেস্ক
Publish: Saturday, 25 January, 2025, 9:25 PM

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ৩১ জানুয়ারি মুক্তি পাবে শাহিদ কাপুরের পরবর্তী ছবি ‘দেবা’। শেষ মুহূর্তে ছবির প্রচারে চরম ব্যস্ততা। অভিনয়ের পাশাপাশি ডান্সিং স্টাইলের জন্যও দর্শকের দরবারে পপুলার শাহিদ। মূলধারার বাণিজ্যিক ছবির পাশাপাশি ‘হায়দার’, ‘কবীর সিং’য়ের মত সিনেমা দিয়ে বাজিমাত করেছেন শাহিদ কাপুর।

এখন ‘দেবা’র জন্য অপেক্ষায় শাহিদের অনুরাগীরা। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহিদের একটি ভিডিও। যেখানে ‘লাভ লাইফ’ নিয়ে কোনওরকম রাখঢাক না করেই খোলামেলা কথা বলেন অভিনেতা। প্রেমে আঘাত পাওয়ার পর মনের কী অবস্থা হয়েছিল সেকথাও অকপটে বলেছেন শাহিদ।

শাহিদ জানান, ব্রেক আপের পর মনের অবস্থা একদম ভাল ছিল না। তবে ওই পরিস্থিতি তার জীবনের অনেক শিক্ষা দিয়েছে।

‘শাহিদ কাপুর পডকাস্ট’ অনুষ্ঠানে অভিনেতা বলেন, ‘সেই মানুষটার পিছনে দৌঁড়াতে গিয়ে নিজের অস্তিত্বটাই ভুলে যাবেন। আত্মসম্মান সব খুঁইয়ে ফেলবেন। অনেক বছর পর মনে হবে, এটা আমি কী করেছিলাম! যখন মন ভাঙে তখন দুঃখের গান শুনতে ইচ্ছে হয়। কিন্তু, ওই সময়েই সিদ্ধান্ত নিয়ে ফেলতে হবে আগামীতে কী করবেন। আর যদি তা না হয় তাহলে জানবেন আপনি একটা সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন।’

অভিনেতার কথায়, ‘ব্রেক আপের পরই বুঝতে পারবেন আপনি ঠিক কী ধরনের মানুষ পছন্দ করেন। এটা বোঝাটা ভীষণ জরুরি। কাউকে ভালবাসা এক জিনিস, কিন্তু সেই মানুষটি যদি আপনার মধ্যে থাকা ভাল মানুষটিকে বের করে আনে বা খারাপ মানুষটিকে উত্তেজিত করে সেটা নিজেকে বুঝতে হবে। কারণ দিনের শেষে নিজেকেই নিজের সঙ্গে থাকতে হয়।’ 
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রায় ৭ ঘণ্টা পর কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে ট্রেন
চিটাগংকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিপিএলের ফাইনালে বরিশাল
আমরণ অনশন ভাঙলেন তিতুমীর কলেজ শিক্ষার্থীরা, আন্দোলন প্রত্যাহার
কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা
বিনোদন- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝