সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ছয় জনকে নতুন করে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
বুধবার (২৯ জানুয়ারি) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখান।
এর মধ্যে সাবেক সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপুকে গুলশান থানার মামলায়, ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালাকে উত্তরা পশ্চিম থানা ও গুলশান থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
আওয়ামী লীগের সভাপতি মনোয়ার ইসলাম চৌধুরী রবিনকে উত্তরা পূর্ব থানার মামলায়, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে মিরপুর থানার মামলায়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে বাড্ডা থানার মামলায়, সাবেক সিনিয়র সচিব মহিবুল হককে ধানমন্ডি থানার মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
এছাড়া বাড্ডা থানার লেগুনা চালক সুমন শিকদার হত্যা মামলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
ডার্ক টু হোপ/এসএইচ