সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫,
২১ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
আইন-আদালত
রিমান্ড শেষে সাবেক প্রতিমন্ত্রী ডা. এনাম কারাগারে
নিউজ ডেস্ক
Publish: Sunday, 2 February, 2025, 6:48 PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুরে হকার সাগর হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ রোববার ছয় দিনের রিমান্ড শেষে ডা. এনামুরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অপর দিকে আসামির আইনজীবী জামিনের জন্য আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে ২৬ জানুয়ারি দিবাগত রাতে ডা. এনামুরকে রাজধানীর ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন ২৭ জানুয়ারি এ মামলায় তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলা সূত্রে জানা গেছে, গত ১৯ জুলাই মিরপুর গোলচত্ত্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন হকার মো. সাগর। একই দিন বিকেল ৪ টায় তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ২৭ নভেম্বর মিরপুর মডেল থানায় হত্যা মামলা করা হয়। মামলায় শেখ হাসিনাসহ ২৪২ জনকে আসামি করা হয়েছে। এ মামলার ৩০ নং এজাহার নামীয় আসামি ডা. এনামুর।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রংপুরকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে খুলনা
তিতুমীর শিক্ষার্থীদের আন্দোলনে মানুষ অতিষ্ঠ : স্বরাষ্ট্র উপদেষ্টা
মহাখালীতে রেলপথ অবরোধ তিতুমীরের শিক্ষার্থীদের, বিজিবি মোতায়েন
রাজশাহীতে গুলি ছুড়ে, ককটেল ফাটিয়ে টেন্ডার বাক্স লুট
আইন-আদালত- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝