নতুন রাজনৈতিক দল গঠন বা কোনো দলে যোগ দেওয়ার জন্য সরকার থেকে পদত্যাগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এদিন একটি জাতীয় দৈনিক পত্রিকার ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে নতুন দল গঠন করছেন শিক্ষার্থীরা। ওই দলে যুক্ত হতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ পদত্যাগ করতে যাচ্ছেন বলেও দাবি করে প্রতিবেদনে।
প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন, এ ধরনের খবর ও সামাজিক মাধ্যমের প্রচারণা তারও নজরে এসেছে।
তিনি বলেন, ‘পত্রিকায় আসলে কোন উৎস থেকে বলা হয়েছে তা পরিষ্কার করেনি। এই ধরনের কোনো সিদ্ধান্ত আসলে এখনো হয়নি। এ রকম কিছু হলে আমরা নিজেরাই বলব।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক নেতাদের কথার পরিপ্রেক্ষিতে বলেছিলাম যে নতুন রাজনৈতিক দল হোক বা অন্য কোনো দল হলেও আমরা সরকারে থাকা অবস্থায় সেটার সাথে সংশ্লিষ্ট হবো না কিন্তু এই ধরনের কোনো সিদ্ধান্ত এখনো হয় নাই। আমি বা আসিফ কেউই এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেই নাই। সরকার ছাড়ার সিদ্ধান্ত নিলে আনুষ্ঠানিকভাবে বলবো।’
ডার্ক টু হোপ/এসএইচ