সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫,
২১ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫
রাজনীতি
আওয়ামী লীগের পুনরুত্থানে প্রয়োজন ৪ শর্ত পূরণ: আলী রিয়াজ
অনলাইন ডেস্ক
Publish: Friday, 31 January, 2025, 11:06 AM

বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী দল আওয়ামী লীগ বর্তমানে অস্তিত্ব সংকটে রয়েছে। ২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দলটি নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা চালালেও, তাদের পুনরুত্থান সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সম্প্রতি কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ও রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজ আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। তার মতে, আওয়ামী লীগের পুনরুত্থান নির্ভর করবে চারটি গুরুত্বপূর্ণ শর্ত পূরণের ওপর।

আওয়ামী লীগের প্রত্যাবর্তনের চারটি শর্ত

১. অপরাধের দায় স্বীকার ও ক্ষমা প্রার্থনা – দীর্ঘ ১৬ বছরের শাসনামল এবং বিশেষ করে ২০২৪ সালের আন্দোলনের সময় সংঘটিত সহিংসতার জন্য দলকে আনুষ্ঠানিকভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

২. দলীয় মতাদর্শে পরিবর্তন – আওয়ামী লীগকে তাদের পুরনো রাজনৈতিক নীতিগুলো পরিত্যাগ করে নতুন কৌশল গ্রহণ করতে হবে।

৩. শেখ হাসিনার পরিবার থেকে নেতৃত্ব সরিয়ে দেওয়া – শেখ হাসিনাসহ তার পরিবারের কোনো সদস্য নেতৃত্বে না থাকলে দল পুনর্গঠনের সুযোগ পেতে পারে।

৪. নৃশংস অপরাধের বিচার নিশ্চিত করা – মানবতাবিরোধী অপরাধসহ অতীতে সংঘটিত সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে।
 
আলী রিয়াজের মতে, ২০২৪ সালের আন্দোলনের সময় যারা গণহত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিল, তাদের বিচার হতে হবে। শেখ হাসিনাও এর অন্তর্ভুক্ত। এসব শর্ত পূরণ হলেই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এদিকে, দলের বিদেশে থাকা শীর্ষ নেতারা বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে কর্মীদের পুনর্গঠনের আহ্বান জানাচ্ছেন। তবে মাঠপর্যায়ের নেতাকর্মীরা তা সেভাবে গ্রহণ করছেন না। অনেকে প্রশ্ন তুলছেন, “বিদেশে নিরাপদে থেকে বক্তব্য দেওয়া সহজ, কিন্তু দেশে কর্মীরা কঠিন বাস্তবতার মুখোমুখি।”
 
আওয়ামী লীগের একাংশ মনে করছে, ড.ইউনুসের নেতৃত্বাধীন সরকার ব্যর্থ হলে তারা রাজনৈতিকভাবে লাভবান হতে পারে। তবে বাস্তবতা ভিন্ন। সাধারণ মানুষ তাদের প্রতি এখনো আস্থাশীল নয়, বরং অতীতের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা অব্যাহত রেখেছে।

পর্যবেক্ষকরা বলছেন, আওয়ামী লীগের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের অবস্থান পর্যালোচনা করা এবং রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য নতুন কৌশল নির্ধারণ করা। তবে শর্তগুলো পূরণ না করলে তাদের প্রত্যাবর্তন কঠিন হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত
অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা
ইন্টার কন্টিনেন্টালের সামনে বিক্ষোভ করছেন গণঅভ্যুত্থানে আহতরা
শিক্ষা উপদেষ্টার বক্তব্য ‘প্রত্যাখ্যান’ শিক্ষার্থীদের, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি
অন্তর্বর্তী সরকার শুধু অংশীজনদের প্রতিই নিরপেক্ষ: প্রেস সচিব
রাজনীতি- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝