রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫,
২০ মাঘ ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ২ ফেব্রুয়ারি ২০২৫
বাংলাদেশ
জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
জয়পুরহাট প্রতিনিধি
Publish: Sunday, 2 February, 2025, 12:40 PM

জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এনামুল হক (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অপর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

রোববার (২ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে কালাই পৌরশহরের ঠুশিগাড়ী (ব্র্যাক অফিস) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাকের ক্যাবিন থেকে নিহত চালকের লাশ উদ্ধার করে। 

নিহত ট্রাকচালক এনামুল হক জয়পুরহাট শহরের একাডেমি নগর মহল্লার মোহাম্মদ আলীর ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘন কুয়াশার মধ্যে সব যানবাহন হেডলাইট জ্বালিয়ে মহাসড়কে চলাচল করছে। সকাল সাড়ে ৯টার দিকে কালাই পৌরশহরের ঠুশিগাড়ি এলাকায় ব্র্যাক অফিসের সামনে বালু ও সিমেন্ট বোঝাই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই ট্রাকের ক্যাবিন দুমড়ে-মুচড়ে যায়।

বালু বোঝাই ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও সিমেন্ট বোঝাই ট্রাকের চালক স্টিয়ারিংয়ের চাপে আটকে মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা এসে ক্যাবিন কেটে নিহত চালককে বের করেন।

ওসি জাহিদ হোসেন বলেন, নিহতের পরিবারের লোকজন থানায় আসলে মরদেহ হস্তান্তর করা হবে। অভিযোগ পেলে অপর ট্রাকের চালক ও সহকারীকে আইনের আওতায় আনা হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

পদত্যাগ করলেন বিসিবির নির্বাচক
টিউলিপের দুর্নীতি তদন্তে গোপনে ঢাকা ঘুরে গেল ব্রিটেনের এফবিআই
শিশুমেলা মোড়ে আন্দোলনে আহতরা, যান চলাচল বন্ধ
যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ: পাল্টা ব্যবস্থার ঘোষণা কানাডা-মেক্সিকো-চীনের
জয়পুরহাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
বাংলাদেশ- এর আরো খবর
Email: [email protected]
© 2024 Dark to Hope
🔝