সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণার দাবিতে রাস্তা বন্ধ করে ‘শাটডাউন’ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পূর্ব ঘোষণা অনুযায়ী গুলশান লিংক রোড অবরোধ করেন তারা। এতে বন্ধ হয়ে গেছে এই সড়ক দিয়ে যান চলাচল।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে সড়কের ওপর বাঁশ ফেলে শিক্ষার্থীরা যানচলাচল বন্ধ করে দেন। শুধু রোগীবাহী অ্যাম্বুলেন্স যেতে দেওয়া হচ্ছে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে এই এলাকা দিয়ে যাতায়াত করা সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পায়ে হেঁটে পুরো এলাকা পার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
সরেজমিনে দেখা গেছে, তিতুমীর কলেজের মূল ফটকের সামনেই ৬ষ্ঠ দিনের মতো অনশন করছেন ছয় শিক্ষার্থী। তার সামনে শিক্ষার্থীরা গোল হয়ে সড়কের যান চলাচল বন্ধ করে দিয়েছেন। এসময় তিতুমীর বিশ্বিবদ্যালয় করার দাবিতে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যদের এখানে উপস্থিত দেখা যায়নি।
অন্যদিকে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। অবরোধ চলাকালীন সময়ে জরুরি প্রয়োজনে বের হওয়া অ্যাম্বুলেন্স ও রোগী পরিবহনের গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেওয়া হবে না। এখন আমরা লিংক রোড অবরোধ করেছি। কিছু সময় পর অন্যান্য জায়গাগুলোও অবরোধ করে দেওয়া হবে।
রিফাত নামে এক পথচারী ক্ষোভ প্রকাশ করে বলেন, তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যেভাবে রাস্তা অবরোধ করছে এটা উচিত নয়। দাবি আদায় অন্যভাবেও করা যায়। এভাবে রাস্তা বন্ধ করে দিয়ে মানুষকে হয়রানি করা ছাড়া অন্য কিছুই নয়।
মুন্না নামে এক মোটরবাইক চালক বলেন, এভাবে রাস্তা বন্ধ করে সাধারণ মানুষের হয়রানি করা ছাড়া অন্য কিছুই নয়। দাবি আদায়ের জন্য তারা অন্য কোনো পন্থা অবলম্বন করতে পারেন। তাদের কলেজের মধ্যে গিয়েও আন্দোলন করতে পারে।
এদিকে শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, রাজধানী ঢাকার সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি অযৌক্তিক এবং এই দাবি সরকার মেনে নেবে না। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেলে এই মন্তব্য করেন তিনি।
ডার্ক টু হোপ/এসএইচ