শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
বিএনপির সদস্য ফরম বিতরণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ২০
মাগুরা প্রতিনিধি
Publish: Sunday, 2 March, 2025, 8:20 AM

মাগুরা সদর উপজেলায় সদস্য ফরম বিতরণ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১০ জনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বগিয়া ইউনিয়নের আলোকদিয়া বাজারে এ ঘটনা ঘটে। মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী এ তথ্য জানান।

আহতদের মধ্যে আল মামুন (৪০), শিমুল (২৫), রাহাদুজ্জামান (১৬), মাহুরাব (৪০), কোরবান (৩২), মিজানুর (৫৫), রেজা (২৩), বিপ্লব (৩৫), শামীম (২৩) চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে জরুরি বিভাগ থেকে জানা গেছে।

আহতরা জানান, দেশব্যাপী বিএনপির চলমান কর্মসূচির অংশ হিসেবে বগিয়া ইউনিয়নের সদস্য সংগ্রহের জন্য ফরম বিতরণ করা চলছিল। এ সময় বিষয়টি নিয়ে বগিয়া ইউনিয়ন পরিষদের দুই সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন এবং আনিচুর রহমান সরদারের সমর্থকদের মধ্যে হট্টগোল শুরু হয়। পরে দুপক্ষে সংঘর্ষ ঘটে।

আনিচুর রহমান সরদারের সমর্থক শামীম আহম্মেদ অভিযোগ করে বলেন, আগে থেকে এই ইউনিয়নে বিএনপির মধ্যে বিরোধ ছিল। ইউনিয়নের নয়টি ওয়ার্ডের জন্য ৯ জনের একটি সার্চ কমিটি দেয়া হয়। সার্চ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ৯টি ওয়ার্ডের বিএনপির সমর্থকদের ডেকে ফরম বিতরণ শুরু হয়। শুরুর দিকে সব ঠিক থাকলেও পরে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।

অন্যদিকে নিজাম উদ্দিনের সমর্থক আল মামুন অভিযোগ করে বলেন, সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে জেলা বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রথম দিকে অনুষ্ঠান সুষ্ঠুভাবে হলেও শেষের দিকে দুই পক্ষের মধ্যে হট্টগোল শুরু হয়। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষের সূত্রপাতের কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় আওয়ামী লীগের সমর্থককে সদস্য ফরম দেয়া হয়েছিল। এ থেকে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়।

জেলা বিএনপির সভাপতি আলী আহমেদ বলেন, বগিয়া ইউনিয়নে সদস্য ফরম বিতরণের সময় দুপক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
ইউক্রেনে দুই দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝