শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া দেয়ার চেষ্টা, বিজিবির বাধা
লালমনিরহাট প্রতিনিধি
Publish: Sunday, 2 March, 2025, 11:28 AM

লালমনির হাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের শূন্যরেখার কাছে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি বসিয়েছে। আর এবার এ কাজ করা হয়েছে গভীর রাতে। পরে এতে বিজিবি বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়। পরে শনিবার (১ মার্চ) বিকেলে এ বিষয়ে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

বিজিবি ও সীমান্তবাসীরা জানায়, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় গত শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে। শনিবার (১ মার্চ) সকাল পর্যন্ত প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করতে সক্ষম হয় ভারতীয়রা। পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে কাজ বন্ধ রাখা হয়। তবে নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করেছে বিএসএফ। অপরদিকে টহল ও নজরদারি বাড়িয়েছে বিজিবিও। 

পাটগ্রামের পানবাড়ি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান জানান, প্রতিশ্রুতি ভঙ্গ করে সীমান্তে আবারও স্থাপনা নির্মাণের বিষয় নিয়ে পতাকা বৈঠকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

এর আগে গত ১০ জানুয়ারি দহগ্রাম সীমান্তের শূন্যরেখা বরাবর কাঁটাতারের বেড়া নির্মাণ ও পরে সেখানে কাঁচের খালি বোতল ঝোলানো নিয়ে সেখানে চরম উত্তেজনা শুরু হয়। উভয়বাহিনী সীমান্তে কঠোর অবস্থান নিতে শুরু করে। এই অবস্থায় পঞ্চগড়ের বাংলাবান্ধায় বিজিবি-বিএসএফের উচ্চ পর্যায়ে অনুষ্ঠিত একটি বৈঠকে সীমান্তে আপাতত স্থাপনা নির্মাণ না করার প্রতিশ্রুতি দেয় বিএসএফ। কিন্তু সেই প্রতিশ্রুতি ভঙ্গ করে নতুন করে ভারতীয় কর্তৃপক্ষ আবারও কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করেছে শূন্যরেখার কাছাকাছি।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
ইউক্রেনে দুই দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝