শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
মেহেরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় ভল্ট ভেঙে চুরি
মেহেরপুর প্রতিনিধি
Publish: Tuesday, 4 March, 2025, 2:16 PM

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার গ্রিল ও ভল্ট ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতের কোনো একসময় চোরেরা ভল্টে থাকা ৮ লাখ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। সেই সঙ্গে চোরের দল এ সময় ব্যাংকে থাকা সিসিটিভি ক্যামেরার ডিভিআর-হার্ডডিক্স খুলে নিয়ে গেছে। 

মঙ্গলবার (৪ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

ব্যাংকের অফিস সহকারী শাহাদত হোসেন জানান, প্রতিদিনের ন্যায় সোমবার বিকেলে সকলেই ব্যাংকের কাজ শেষে বাড়িতে চলে যান তারা। মঙ্গলবার সকালে এসে দরাজা খুলে ব্যাংকের জানালার গ্রিল কাটা দেখতে পান। পরে ভেতরে গিয়ে ভল্ট ভেঙে টাকা ও সিসি ক্যামেরার হার্ডডিক্সটাও খুলে নিয়ে যাওয়ার ঘটনা দেখতে পেয়ে ব্যাংক ম্যানেজারকে জানানো হয়। সেই সঙ্গে খবর দেওয়া হয় পুলিশে।

বামন্দী ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার ম্যানেজার হামিদুর রহমান কাজল বলেন, ভল্টে ৮ লাখ ১০ হাজার  টাকা রাখা ছিল। ব্যাংকের নিজস্ব কোনো নাইটগার্ড নেই। তবে বাজারে নাইটগার্ড রয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চোরেরা ব্যাংকটির পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ভল্টে থাকা টাকা নিয়ে গেছে। ঘটনার পর পুলিশ, ডিবি ও গোয়েন্দা সংস্থার একাধিক টিম জড়িতদের শনাক্ত করতে মাঠে নেমেছে। ইতোমধ্যে চুরির ঘটনায় স্থানীয় বাজারের নাইটগার্ড ও ব্যাংকের একজন অফিস সহকারীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
ইউক্রেনে দুই দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝