শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
বাংলাদেশ
সুন্দরবনে ৪ একরজুড়ে জ্বলছে আগুন
বাগেরহাট প্রতিনিধি
Publish: Saturday, 22 March, 2025, 11:17 PM

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় আগুন লেগেছে। শনিবার (২২ মার্চ) সকালে লাগা এ আগুন রাত পর্যন্ত নেভানো সম্ভব হয়নি। আগামীকাল রবিবার থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বন বিভাগ জানিয়েছে, সকাল ৭টার দিকে আগুন লাগার খবর পান বনরক্ষীরা।

পরে বনসংলগ্ন গ্রামবাসীদের নিয়ে ঘটনাস্থলে যান তারা। আগুন যাতে ব্যাপক এলাকায় বিস্তার না ঘটে সে জন্য অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা (ফায়ার লেন) করা হয়েছে।

জানা যায়, বাগেরহাট জেলাসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট বিকেল ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছেছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা আড়াই কিলোমিটার দূরের খালে পাম্প মেশিন বসিয়ে পাইপ টানা শুরু করেছেন।

একই সঙ্গে বন বিভাগেরও একটি পাম্প মেশিন বসানো হয়েছে। কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে। এ ছাড়া অন্ধকার নেমে আসায় রাতে আর কাজ করাও সম্ভব হচ্ছে না। আগামীকাল রবিবার সকাল থেকে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হবে বলে জানিয়েছে বন বিভাগ।

এর আগে ২০২৪ সালের ৪ মে চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া বনের লতিফের ছিলা এলাকায় আগুন লেগে ৭.৯৮ একর বনভূমির গাছপালা পুড়ে যায়। এতে ১১ লাখ ৫৮ হাজার ২৫০ টাকার ক্ষতি হয়। তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

পূর্ব সুন্দরবন চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশন কর্মকর্তা ফরেস্টার বিপুলেশ্বর দাস জানান, সকাল ৭টার দিকে কলমতেজী টহল ফাঁড়ির আওতাধীন টেপারবিল এলাকার বনের ওপর থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখতে পায় স্থানীয় গ্রামবাসী। তারা অফিসে এসে এ খবর জানালে লোকজন নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান বনরক্ষীরা।

আগুন নিয়ন্ত্রণে রাখতে অগ্নিকাণ্ড এলাকায় নালা কাটা হয়েছে। যাতে বনের ব্যাপক এলাকায় আগুন ছড়াতে না পারে। 

স্টেশন কর্মকর্তা বিপুলেশ্বর জানান, অগ্নিকাণ্ডের স্থান বন অফিস থেকে প্রায় তিন কিলোমিটার দূরে। কাছাকাছি কোথাও পানির কোনো উৎস নেই। বনের খাল তার দূরত্বও ঘটনাস্থল থেকে দুই থেকে আড়াই কিলোমিটার। শরণখোলা, মোরেলগঞ্জ ও কচুয়া ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। বন বিভাগের আরো একটি পাম্প মেশিন বসানো হয়েছে। তবে অন্ধকারে কাজ করা সম্ভব হচ্ছে না।

শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে ভারপ্রাপ্ত কর্মকর্তা আফতাদ-ই আলম রাত সাড়ে ৭টায় মোবাইল ফোনে বলেন, বাগেরহাট, শরণখোলা, মোরেলগঞ্জ, মোংলা ও কচুয়াসহ ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে রয়েছে। দুই কিলোমিটার পর্যন্ত পাইপ টানা হয়েছে। রাত হওয়ায় কাজ করা যাচ্ছে না। সকাল থেকে আগুন নেভানোর কাজ শুরু হবে।

সুন্দরবন পূর্ব বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, তিন থেকে চার একর এলাকায় আগুন ছড়িয়েছে। অগ্নিকাণ্ড এলাকার চারপাশে ফায়ার লেন কেটে আগুন নিয়ন্ত্রণে রাখা হয়েছে। সকাল থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এবং বন বিভাগের নিজস্ব ফায়ার টিমও প্রস্তুত রয়েছে। সকাল থেকে পুরোপুরি কাজ শুরু হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

বাফুফের প্রধান অর্থ কর্মকর্তা সরফরাজের পদত্যাগ
নতুন নেতৃত্বে অভিনয়শিল্পী সংঘ
উত্তরায় প্রকাশ্যে যুবককে তুলে নেওয়ার ভিডিও ভাইরাল
ফের বাড়ল স্বর্ণের দাম, দেশের ইতিহাসে সর্বোচ্চ
ইউক্রেনে দুই দিনের জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার
বাংলাদেশ- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝