অর্ধযুগের বেশি সময় পর এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লন্ডনে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গেই কাটছে তার ঈদ।
তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিথি ও তিন নাতনি- জায়মা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমানের উপস্থিতিতে এবারের ঈদ তার জন্য বিশেষ হয়ে উঠেছে। এর আগে সর্বশেষ ২০১৭ সালে লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেছিলেন তিনি।
স্বজনদের কাছে পেয়ে এবারের ঈদ খানিকটা ভিন্নমাত্রা যোগ করেছে খালেদা জিয়ার জন্য। শারীরিক কিছুটা অসুস্থতা থাকলেও মানসিকভাবে তিনি বেশ চাঙ্গা বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন।
রোববার (৩০ মার্চ) গণমাধ্যমকে তিনি জানান, বেগম খালেদা জিয়া দেশবাসীসহ দলীয় নেতাকর্মীদের ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। লন্ডনে এটি তার তৃতীয়বারের মতো ঈদ উদযাপন। তিনি বর্তমানে দ্য লন্ডন ক্লিনিকের অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও জেনিফার ক্রসের অধীনে চিকিৎসা নিচ্ছেন এবং সার্বক্ষণিক মেডিকেল দলের পর্যবেক্ষণে আছেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা অসুস্থতায় ভুগলেও বর্তমানে কিছুটা সুস্থ বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ডার্ক টু হোপ/এসএইচ