বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫,
২০ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫
রাজনীতি
আত্মগোপনে থাকা হাছান মাহমুদ ঈদ করলেন লন্ডনে
অনলাইন ডেস্ক
Publish: Wednesday, 2 April, 2025, 10:01 AM

ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে কাউকে কাউকে ইতোমধ্যে বিভিন্ন দেশে দেখা গেছে। তারই ধারাবাহিকতায় এবার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে লন্ডনে প্রকাশ্যে দেখা গেছে।

স্থানীয় সময় রোববার (৩০ মার্চ) লন্ডনের গ্যাংসহিল এলাকার আল-কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি।

এর মাধ্যমে ৫ আগস্টের পর সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ কোথায় আছেন নিয়ে যে ধোঁয়াশা ছিল, তা আর রইলো না। 

জানা গেছে, ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময় করেন হাছান মাহমুদ। সেই মুহূর্তের কয়েকটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

একটি ছবিতে দেখা যায়, তিনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করছেন। 

আরেকটি ছবিতে হাছান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা, আনাস পাশার ছেলে ও আইটিভির সাংবাদিক মাহাথির পাশাকে দেখা গেছে। এ ছাড়া ছবিতে আরও দুই কিশোরকে দেখা গেছে।

ওই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনাস পাশা গণমাধ্যমকে বলেন, ছবিতে হাছান মাহমুদের ডান পাশের দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে এবং অপরজন ভাতিজা।

তিনি আরও বলেন, হাছান মাহমুদ বেলজিয়ামে থাকেন। লন্ডনে পড়ালেখারত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে এসেছেন।

আনাস পাশা বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে আমার চাচা এবং লন্ডনে আমরা একই এলাকায় বাস করি। নামাজ শেষে তিনি হাছান মাহমুদের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী ছাত্র–জনতার আন্দোলনে গুলি ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামে হাছান মাহমুদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। 

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

গোপালগঞ্জে মাহেন্দ্র-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
মিয়ানমারে ফের ভূমিকম্প, নিহত ৩ হাজার ছাড়াল
বাংলাদেশ কর্তৃপক্ষ একবারের জন্যও আমার সঙ্গে যোগাযোগ করেনি: টিউলিপ সিদ্দিক
গাজায় ইসরায়েলি হামলায় আরো অন্তত ৮০ ফিলিস্তিনি নিহত
ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা
রাজনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝