শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
২২ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্যপদ প্রত্যাহার করল হাঙ্গেরি
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 3 April, 2025, 7:44 PM

হাঙ্গেরি সরকার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্যপদ প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে। সম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হাঙ্গেরি সফরে গেছেন। এর ঠিক কয়েক ঘণ্টা পরেই এই ঘোষণা দিয়েছে হাঙ্গেরি।

গত বছরের নভেম্বরে নেতানিয়াহু ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গাজা যুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তবে নেতানিয়াহু এই সিদ্ধান্তকে ‘ইহুদিবিদ্বেষী’ বলে আখ্যায়িত করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোর পরই এই ঘোষণা দেন। অরবান বলেন, ‘আইসিসি একটি রাজনৈতিক আদালতে পরিণত হয়েছে। ইসরায়েলি নেতার বিরুদ্ধে পরোয়ানা জারি এই সত্যকেই স্পষ্ট করে।’

নেতানিয়াহু হাঙ্গেরির এই সিদ্ধান্তকে ‘সাহসী ও নীতিবাদী’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ‘এই দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে দাঁড়ানো সব গণতান্ত্রিক দেশের জন্য গুরুত্বপূর্ণ।’

হাঙ্গেরি আইসিসির প্রতিষ্ঠাতা সদস্য ও আইসিসি থেকে সরে দাঁড়ানো প্রথম ইউরোপীয় ইউনিয়ন দেশ। তবে সদস্যপদ প্রত্যাহার আইসিসির চলমান মামলাগুলোকে প্রভাবিত করবে না।

আইসিসির মুখপাত্র ফাদ এল-আবদুল্লাহ বিবিসিকে জানান, হাঙ্গেরি এখনো আইসিসির সদস্য, তাই তারা আদালতকে সহযোগিতা করতে বাধ্য। তবে এটি এখনো স্পষ্ট নয়, হাঙ্গেরি নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে কি না।

আইসিসি ইতিমধ্যে ঘোষণা করেছে, তাদের ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর বিচারিক ক্ষমতা রয়েছে। যদিও ইসরায়েল আদালতের বৈধতা স্বীকার করে না।

নেতানিয়াহুর এই সফরের মধ্যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও বিস্তৃত করার ঘোষণা এসেছে। ইসরায়েল নতুন সামরিক করিডোর স্থাপন করছে, যা হামাসের ওপর চাপ বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবরে হামাসের হামলার জেরে শুরু হওয়া যুদ্ধে ইসরায়েলের হামলায় গাজায় ৫০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমগুলো। অন্যদিকে হামাসের হামলায় ১ হাজার ২০০ ইসরায়েলি নিহত ও ২৫১ জন জিম্মি হয়েছিল।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে ২ বাইক আরোহীর মৃত্যু
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
‘শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে, বিস্তারিত এখনই নয়’
সাতক্ষীরায় ছাত্রদল-যুবদল মারামারি, আহত ৫
পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝