শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
২২ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
আন্তর্জাতিক
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরো ১১২ ফিলিস্তিনি
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Friday, 4 April, 2025, 8:48 AM

গত ২৪ ঘণ্টায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডের বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় কমপক্ষে ১১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। গাজা শহরের তিনটি আলাদা স্কুলে আশ্রয় নেয়া নির্যাতিত ও বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ওপর চালানো এসব হামলায় ৩৩ শিশু ও নারী নিহত হয়েছেন।

গাজার দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে আরও ফিলিস্তিনিকে জোরপূর্বক উচ্ছেদের নির্দেশ দিয়েছে ইসরায়েল। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ১৮ মার্চ ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৮০ হাজার ফিলিস্তিনি জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন। খবর আলজাজিরার। 

ইসরায়েলি বাহিনীর হাতে ১৫ জন চিকিৎসাকর্মী ও জরুরি সেবাকর্মীর সাম্প্রতিক হত্যাকাণ্ড – যা যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে – এটিকে 'গাজায় চলমান যুদ্ধের অন্যতম অন্ধকারতম মুহূর্ত' হিসেবে বর্ণনা করেছেন প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি।

এদিকে, গাজা সিটির তুফ্ফাতে গণহত্যা চালিয়েছে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার (৩ এপ্রিল) আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়া একটি স্কুলে চারটি মিসাইল ছুড়েছে দখলদাররা। এতে অন্তত ২৯ জন নিহত ও শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

শুধুমাত্র একটি আশ্রয়কেন্দ্রে ২৯ জনসহ একদিনে ১০০ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী।

গাজার জরুরি উদ্ধারকারী সংস্থার এক মুখপাত্র সংবাদমাধ্যম আলজাজিরাকে বলেছেন, ইসরায়েলের এই গণহত্যা বন্ধে এখনই বিশ্বকে এগিয়ে আসতে হবে। যেন তারা আর কোনো নারী, শিশু এবং বৃদ্ধকে হত্যা করতে না পারে। তিনি বলেন, “এটি শুধুমাত্রই একটি গণহত্যা নয়। এটি ইসরায়েলের উন্মত্ততা। তারা আশ্রয়কেন্দ্রে থাকা নারী ও শিশুদের হত্যার জন্য পাগল। দার আল-আরকাম স্কুলে ইসরায়েলি বাহিনী সরাসরি হামলা চালিয়েছে।”ভয়াবহ এ হামলায় আহত হওয়া শতাধিক মানুষকে আল আহলি-আরব হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।

উদ্ধারকারী সংস্থার মুখপাত্র আরও বলেন, 'এখানে যা হচ্ছে সেটি বিশ্ববাসীর জন্য জেগে ওঠার একটি ডাক। নারী ও শিশুদের বিরুদ্ধে এই যুদ্ধ এবং এই গণহত্যা এখনই বন্ধ হওয়া উচিত। শিশুরা এখানে ঠান্ডা মাথায় হত্যার শিকার হচ্ছে।”

আলজাজিরার সাংবাদিক হানি মোহাম্মদ জানিয়েছেন, আজ স্কুল+আশ্রয়কেন্দ্রে যা হয়েছে তা বর্ণনাতীত। হামলাস্থল থেকে যেসব ভিডিও ফুটেজ পাওয়া গেছে সেগুলো নৃসংসতার প্রতীক। তিনি বলেছেন, হামলার পর পর কয়েকজন ঘটনাস্থলে নিহত হন। বাকিরা হাসপাতালে নেয়ার পথে বা যাওয়ার পর প্রাণ হারান। যাদের অনেকে অতিরিক্ত রক্তক্ষরণে নিহত হয়েছেন। এখানে যারা নিহত হয়েছেন তাদের অনেকে মাত্র কয়েকদিন আগে অন্য জায়গা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে এসেছিলেন।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে ২ বাইক আরোহীর মৃত্যু
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
‘শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে, বিস্তারিত এখনই নয়’
সাতক্ষীরায় ছাত্রদল-যুবদল মারামারি, আহত ৫
পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি
আন্তর্জাতিক- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝