শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫,
২৮ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
অর্থনীতি
ট্রাম্পের শুল্কের ধাক্কায় এশিয়ার শেয়ারবাজারে ধস
আন্তর্জাতিক ডেস্ক
Publish: Thursday, 3 April, 2025, 10:25 PM

বিভিন্ন দেশের পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বৃহস্পতিবার তাঁর এই ঘোষণার পর দেশে দেশে শেয়ারবাজারে ধস নেমেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণায় আস্বাভাবিকভাবে বেড়ে গেছে সোনার দাম। এশিয়ার দেশগুলোতে যেমন চীন, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া ও ভিয়েতনামের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে। অথচ একদিন আগেও চাঙা ছিল এশিয়ার শেয়ারবাজারগুলো। লাভের মুখ দেখেছিল যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি।

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, আজ শেয়ারবাজার খোলার পরপরই অস্ট্রেলিয়া, জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক দ্রুত নামতে শুরু করে। যদিও ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইয়েনের দর বেড়েছে।

এ দিকে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্সের পতন হয়েছে ৩ দশমিক ৩ শতাংশ। প্রযুক্তি খাতের বৃহৎ ৭টি প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে ৭৬০ বিলিয়ন বা ৭৬ হাজার কোটি ডলার। অ্যাপলের আইফোনের সিংহভাগ উৎপাদিত হয় চীনে। ফলে অ্যাপলের শেয়ারের দাম কমেছে সবচেয়ে বেশি বা ৭ শতাংশ।

এ ছাড়া এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার্স কমেছে ২ দশমিক ৭ শতাংশ; এফটিএসই ফিউচার্স কমেছে ১ দশমিক ৬ শতাংশ; ইউরোপিয়ান ফিউচার্স কমেছে প্রায় ২ শতাংশ।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণার পর জাপানের নিক্কেই (টোকিও স্টক এক্সচেঞ্জের স্টক মার্কেট সূচক) প্রাথমিকভাবে ৩ দশমিক ৯ শতাংশ কমে যায়। পরে অবশ্য কিছুটা পুনরুদ্ধার হয়েছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পতনের হার শেষমেশ ২ দশমিক ৯ শতাংশে দাঁড়িয়েছে।

আজ ট্রাম্প ঘোষিত নতুন শুল্ক আরোপের তালিকায় দেখা গেছে, জাপানের পণ্যে ২৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন।

এ দিকে ট্রাম্পের নতুন শুল্ক আরোপের ঘোষণার প্রভাব পড়েছে সোনার দামের ওপরেও। রয়টার্স বলছে, সোনার দাম প্রতি আউন্স ৩ হাজার ১৬০ ডলারে উঠে গেছে।

এ ছাড়া জ্বালানি তেলের ওপরেও প্রভাব পড়েছে ট্রাম্পের শুল্কের। অপরিশোধিত তেল ব্রেন্ট ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ৭২ দশমিক ৫৬ ডলারে পৌঁছেছে।

স্থানীয় সময় বুধবার হোয়াইট হাউজের রোজ গার্ডেনে আয়োজিত ‘লিবারেশন ডে’ অনুষ্ঠানে ট্রাম্প তাঁর দেশে আমদানিকৃত সকল পণ্যের ওপর সার্বজনীন ১০ শতাংশ শুল্ক এবং বিভিন্ন দেশের ওপর বিভিন্ন মাত্রার পাল্টা (রিসিপ্রোকাল) শুল্ক আরোপের সিদ্ধন্তের কথা জানান।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

দীর্ঘ আইনি লড়াই শেষে শ্রাবন্তীর বিবাহবিচ্ছেদ
লিবিয়া থেকে দেশে ফিরলেন আরো ১৬৭ বাংলাদেশি
লিভারপুলেই থাকছেন সালাহ, দুই বছরের চুক্তি নবায়ন
ভারতে বজ্রপাতে ৪৮ ঘণ্টায় ৮০ জনের মৃত্যু
নারায়ণগঞ্জে নারী-শিশুসহ ৩ জনের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার
অর্থনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝