বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫,
২৭ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫
অর্থনীতি
যুক্তরাষ্ট্রের শুল্কনীতির প্রভাবে ঢাকার শেয়ার বাজারেও দরপতন
নিউজ ডেস্ক
Publish: Sunday, 6 April, 2025, 11:21 PM

ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতির প্রভাবে বৈশ্বিক শেয়ার বাজারের মতো ঢাকা স্টক এক্সচেঞ্জেও দরপতন হয়েছে। তবে, বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ থাকলেও, হতাশ না হওয়ার আহ্বান বাজার সংশ্লিষ্টদের। তাদের মতে, মার্কিন শুল্কনীতির প্রভাব মোকাবিলায় এরই মধ্যে পদক্ষেপ নিয়েছে সরকার। যা কার্যকর হলে, শেয়ার বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলে আশা করেন তারা।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কারোপের প্রভাবে ব্যপক দরপতন হয়েছে বৈশ্বিক পুঁজিবাজারে। যুক্তরাষ্ট্রের পুঁজিবাজার মূলধন হারিয়েছে ৫ লাখ কোটি ডলার। প্রধান সূচকের মধ্যে এসঅ্যান্ডপি-ফাইভ হান্ড্রেড কমেছে ছয় শতাংশের বেশি। একই অবস্থা নাসডাক ও ডাও জোন্সের মতো সূচকের। 

এমন বাস্তবতায় দেশের শেয়ার বাজারেও প্রথম কর্মদিবসে ডিএসইর প্রধান সূচক কমেছে ১৩ পয়েন্ট। দেশের প্রধান রপ্তানি খাত বস্ত্র ও পোশাকের ৫৮টি কোম্পানি ডিএসইর তালিকাভুক্ত। যার প্রায় সবই দর হারিয়েছে রোববার। এর বাইরে তালিকায় আছে ফুটওয়‍্যার, হিমায়িত মৎস্য, পাট ও পাটজাত পণ্য, ওষুধ সহ আরো কিছু কোম্পানি। বাজার সংশ্লিষ্টরা বলছেন, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্যে মাত্র কয়েকটি কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে সরাসরি পণ্য রপ্তানি করায় উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। 

ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন, ‘এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। আপনারা দেখেছেন যে, সরকারের শীর্ষ পর্যায়ে আলোচনা হচ্ছে। গতকাল একটা ভালো বার্তা এসেছে যে এটা নিয়ে যা যা করণীয় সেটা সরকার করছে। এটা ইতিবাচক এবং নেতিবাচক দিক মিলিয়ে হয়তো আমরা ইতিবাচক দিকেই থাকব।’ 

বিশ্লেষকরা বলছেন, পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগের পরিমাণও সামান্য। ফলে, বাজারে নেতিবাচক প্রভাব পড়ার যৌক্তিক কারণ নেই।

আইডিএলসি সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুদ্দিন বলেন, ‘বিনিয়োগকারীদের বলবো যে, আপনারা ধর্য্য ধরেন। তথ্যটা একটু পর্যালোচনা করুন, একটু বুঝে নিন। সকল তথ্য হাতে আসলে প্যানিক না হয়ে বিনিয়োগ করুন। তাহলে বিনিয়োগ নিরাপদ থাকবে বলে আমি মনে করি।’

বিশ্লেষকরা বলছেন, সমঝোতার মাধ্যমে কিছুটা শুল্ক কমানো গেলে, বাণিজ্য প্রতিযোগিতায় আরও এগিয়ে যাবে বাংলাদেশ। ফলে দীর্ঘমেয়াদে ইতিবাচক পরিবর্তন আসতে পারে পুঁজিবাজারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গে বিক্ষোভ-সহিংসতা, ইন্টারনেট বন্ধ
ট্রাম্পের শুল্কারোপে পাল্টা জবাব ইইউর
আইএমএফের শর্ত অনুযায়ী রাজস্ব আদায় সম্ভব নয়: এনবিআর
জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দায়িত্বেও ড. খলিলুল রহমান
প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল
অর্থনীতি- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝