শনিবার, ৫ এপ্রিল ২০২৫,
২২ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

শনিবার, ৫ এপ্রিল ২০২৫
জাতীয়
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি মিয়ানমার
নিউজ ডেস্ক
Publish: Friday, 4 April, 2025, 6:58 PM

প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমান। তিনি জানান, আরও ৭০ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে যাচাইবাছাই প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও এ বিষয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়েছে, বাংলাদেশে আশ্রিত ৮ লাখ রোহিঙ্গাদের তালিকা থেকে দেশটিতে ফেরত যোগ্য ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে শনাক্তের বিষয়টি মিয়ানমার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এতে আরও বলা হয়েছে, এছাড়া আরও ৭০ হাজার রোহিঙ্গাকে চূড়ান্ত যাচাইয়ের জন্য তাদের ছবি ও নামের অতিরিক্ত তদন্ত চলমান রয়েছে। ব্যাংককে ষষ্ঠ বিমসটেক সামিট ছাড়াও মিয়ানমারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইউ থান শেউ বাংলাদেশের প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমানকে শুক্রবার (৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন।

প্রধান উপদেষ্টার পেজে দেয়া পোস্টে বলা হয়েছে, রোহিঙ্গা সঙ্কটের দীর্ঘদিনের সমাধানে এটি একটি বড় পদক্ষেপ। মূল তালিকার বাকি ৫ লাখ ৫০ হাজার রোহিঙ্গাকে যাচাইবাছাই করে দ্রুত ফেরত নেয়া হবে বলেও নিশ্চিত করেছে মিয়ানমার।

এর আগে ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয়টি ব্যাচে রোহিঙ্গাদের মূল তালিকা দিয়েছিল বাংলাদেশ।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রাইভেটকারের ধাক্কায় ফ্লাইওভার থেকে নিচে পড়ে ২ বাইক আরোহীর মৃত্যু
দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
‘শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে আলোচনা হয়েছে, বিস্তারিত এখনই নয়’
সাতক্ষীরায় ছাত্রদল-যুবদল মারামারি, আহত ৫
পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে মারধরের অভিযোগ, থানায় জিডি
জাতীয়- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝