রবিবার, ৬ এপ্রিল ২০২৫,
২৩ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

রবিবার, ৬ এপ্রিল ২০২৫
জাতীয়
ঢাকায় হঠাৎ ঝড়-বৃষ্টি, জনমনে স্বস্তি
নিউজ ডেস্ক
Publish: Saturday, 5 April, 2025, 8:55 PM

রাজধানীতে হঠাৎ ঝড়-বৃষ্টি হয়েছে। কিছু জায়গায় বজ্রপাতও হয়েছে। বৃষ্টিতে কিছুটা ভোগান্তি হলেও তীব্র গরমের মধ্যে কিছুটা স্বস্তি পেয়েছেন রাজধানীবাসী।

আজ শনিবার (৫ এপ্রিল) শেষ বিকেলে রাজধানীর বিভিন্ন এলাকার আকাশে কালো মেঘ জমতে দেখা যায়। এরপর সন্ধ্যা ৭টার দিকে দিকে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টি শুরু হয়।

জানা যায়, রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, বাড্ডা, রামপুরা, খিলগাঁও, মতিঝিল, বাড্ডা, উত্তরাসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যে দেশের আরও কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা কিছুটা কমবে।

অবশ্য, বৃষ্টিতে স্বস্তির পাশাপাশি দুর্ভোগও ছিল। রাজধানীর কিছু এলাকায় হঠাৎ বৃষ্টির কারণে বাইরে থাকা মানুষ বিপাকে পড়েন। তবে গরমে হাঁসফাঁস করা নগরবাসীর অনেকে এই বৃষ্টিকে আশীর্বাদ হিসেবেই দেখছেন। 

শাহরিয়ার হোসেন নামে এক বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, সকাল থেকে এতটাই গরম ছিল যে ঘর থেকে বের হতে ভয় লাগছিল। এই বৃষ্টিতে স্বস্তি পেলাম।

এদিকে আবহাওয়া অধিদপ্তর আভাস দিয়েছে, ঢাকাসহ দেশের সাতটি অঞ্চলের উপর দিয়ে মধ্যরাতের মধ্যে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ট্রাম্প প্রশাসনের শুল্কারোপ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন নয় : অর্থ উপদেষ্টা
বাংলাদেশে চাইনিজ সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রধান উপদেষ্টার
রাশিয়া গেলেন সেনাপ্রধান, ক্রোয়েশিয়া যাবেন ১০ এপ্রিল
শ্রীলঙ্কার সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি
বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা সৌদির
জাতীয়- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝