মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫,
২৫ চৈত্র ১৪৩১
বাংলা English हिन्दी

মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
জাতীয়
ব্যারিস্টার তুরিন আফরোজ গ্রেপ্তার
নিউজ ডেস্ক
Publish: Tuesday, 8 April, 2025, 12:34 AM

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়েছে। সোমাবার (৭ এপ্রিল) রাত ১০টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন উত্তর-পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।

তিনি বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজকে হেফাজতে নিয়েছি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার পরিকল্পনার অভিযোগে মামলা আছে। দেশের অন্যান্য জায়গায়ও তার বিরুদ্ধে মামলা থাকতে পারে। তাকে গ্রেপ্তারে রাত ১০ থেকে অভিযান শুরু হয় বলে জানান তিনি।

উল্লেখ্য, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তুরিন আফরোজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর নিযুক্ত করে সরকার। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিবিদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ এবং গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনা করেন।

২০১৮ সালে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সালের নভেম্বর মাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তুরিন আফরোজকে অব্যাহতি দেয়া হয়।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

লক্ষ্মীপুরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে প্রবাসী নিহত, আহত ২০
৫ বাংলাদেশিসহ ৪ শতাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করলো যুক্তরাষ্ট্র
সিলেটে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-লুটপাটের ঘটনায় আটক ১০
শুল্ক নিয়ে অনুরোধ জানানো দেশগুলোর সঙ্গে আলোচনা করবেন ট্রাম্প
গাজায় ইসরায়েলি তাণ্ডবে আরো ৬০ জন নিহত
জাতীয়- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝