শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫,
৫ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
জাতীয়
ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুরে সারাদেশে ৭২ জন গ্রেপ্তার
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 9 April, 2025, 11:47 AM

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালে বিভিন্ন জেলায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৯ এপ্রিল) পুলিশ সদরদপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে খুলনায় ৩৩ জন ছাড়াও সিলেটে ১৯ জন, চট্টগ্রামে ৫ জন, গাজীপুরে ৪ জন, নারায়ণগঞ্জে ৪ জন, কুমিল্লায় ৩ জন এবং কক্সবাজারে ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত মোট ১০টি মামলা হয়েছে।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধের প্রতিবাদের পাশাপাশি ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে সোমবার (৭ মার্চ) রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ মিছিল করে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ওইদিন বিক্ষোভের শেষদিকে চট্টগ্রাম, সিলেট, খুলনাসহ দেশের কয়েকটি শহরে বাটা শো-রুম, কোমল পানীয় কোকাকোলা, সেভেন আপ, কেএফসিসহ কয়েকটি বিদেশি প্রতিষ্ঠানের সাইনবোর্ড ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চট্টগ্রামে ছাত্রদল ও বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া
ভারতের সুপ্রিম কোর্টে ওয়াকফ আইন বাস্তবায়ন স্থগিত
আলোচিত টিপকাণ্ড: লতা সমাদ্দার ও ১৬ শোবিজ তারকার বিরুদ্ধে মামলা
শুক্রবার মধ্যরাত পর্যন্ত খিলক্ষেত-কুড়িল সড়ক বন্ধ: ডিএমটিসিএল
৫ আগস্টের পর সেনাবাহিনীর হাতে ৭৮২২ জন গ্রেপ্তার
জাতীয়- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝