বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিক্ষা
রাজশাহী বোর্ডে এসএসসিতে এক বছরে শিক্ষার্থী কমেছে ১৮ হাজারের বেশি
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 9 April, 2025, 11:52 AM

সারাদেশের সঙ্গে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে বিভাগের ৮ জেলায় ১০ এপ্রিল (বৃহস্পতিবার) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এক বছরের ব্যবধানে শিক্ষাবোর্ডটিতে পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। 

রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, ২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু হবে বৃহস্পতিবার (১০ এপ্রিল) থেকে। প্রথম দিন বাংলা (আবশ্যিক)- প্রথম পত্র ও সহজ বাংলা- প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। শিক্ষাবোর্ডটি প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
 
বিগত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ২ লাখ ৮৫৩ জন পরীক্ষার্থী। এবছর (২০২৫) পরীক্ষায় অংশ নিয়েছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী। যা গত বছরের তুলনায় পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন।
 
২০২৪ সালের প্রকাশিত এসএসসি ফলাফলে দেখা গেছে, বছরটিতে ২ লাখ ৮৫৩ জন পরীক্ষার্থী অংশ নিলেও পরীক্ষা দেয়নি ১ হাজার ৯২৪ জন। আর পরীক্ষায় অংশ নেয়, ১ লাখ ২ হাজার ৭১২ জন ছাত্র ও ৯৬ হাজার ২১৭ জন ছাত্রী। বছরটিতে পাসের হার ছিল ৮৯ দশমিক ২৬ শতাংশ।
 
রাজশাহী শিক্ষাবোর্ড সূত্রে জানা গেছে, এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার মোট শিক্ষার্থী সংখ্যা ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। এদের মধ্যে ছাত্র ৯৪ হাজার ৬১০ জন এবং ছাত্রী ৮৭ হাজার ২৯৪ জন। রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন ৮টি জেলায় ২৬৯টি মোট কেন্দ্রে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে।
 
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম বলেন, এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। শিক্ষার্থী কমার বিষয়টি দেখা হচ্ছে। আগামী ১০ এপ্রিল প্রথম দিন বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষ্যে সবধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষাবোর্ড। এর আগে ২০ মার্চ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিবগণের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
 
এদিকে এসএসসি পরীক্ষা উপলক্ষে শব্দ দূষণরোধে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পরীক্ষা চলাকালীন লাউড স্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্রের সাহায্যে গান-বাজনা করা যাবে না।
 
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বলেন, রাজশাহী নগরীতে ২৭টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগামী ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

চলছে কাঁচা আমের মৌসুম, জেনে নিন খাওয়ার উপকারিতা
আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে জনগণ: যুক্তরাষ্ট্র
অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
অ্যাস্টন ভিলার জয়, তবু শেষ চারে পিএসজি
শিক্ষা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝