বুধবার, ১৬ এপ্রিল ২০২৫,
৩ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
শিক্ষা
এসএসসির দ্বিতীয় দিনে অনুপস্থিত বেশি, বহিষ্কার ১০১
নিউজ ডেস্ক
Publish: Wednesday, 16 April, 2025, 9:45 AM

এসএসসি ও সমমানের পরীক্ষার দ্বিতীয় দিনেও সারাদেশে নকল ও পরীক্ষায় অসদুপায় অবলম্বনের প্রবণতা কমেনি। মঙ্গলবার (১৫ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় পরীক্ষার্থী ও পরিদর্শকসহ মোট ১০১ জনকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে ৮৩ জন পরীক্ষার্থী এবং ১৮ জন পরিদর্শক রয়েছেন।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিন এসএসসিতে ইংরেজি প্রথম পত্র, দাখিলে আরবি দ্বিতীয় পত্র এবং এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এদিনের পরীক্ষায় সারাদেশে ১৭ লাখ ৫৭ হাজার ৩৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণের কথা থাকলেও উপস্থিত ছিলেন ১৭ লাখ ২৪ হাজার ৯৩ জন। অনুপস্থিত ছিলেন ২৮ হাজার ৯৪৩ জন পরীক্ষার্থী।

এসএসসির ইংরেজি প্রথম পত্রে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ২৯১টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩১ জন পরীক্ষার্থী বহিষ্কার হন। ঢাকা বোর্ডে ৯ জন, রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লায় ৩ জন, চট্টগ্রামে ১ জন, বরিশালে ৪ জন, দিনাজপুরে ৫ জন এবং ময়মনসিংহ বোর্ডে ৮ জন পরীক্ষার্থী বহিষ্কারের আওতায় পড়েন।

দাখিলের আরবি দ্বিতীয় পত্র পরীক্ষায় মাদরাসা বোর্ডের অধীনে ৭২৫টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল ২ লাখ ৫৮ হাজার ৩৭৯ জন শিক্ষার্থীর। অংশগ্রহণ করেন ২ লাখ ৪৭ হাজার ৮৮৯ জন, অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৪৯০ জন। এ পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী এবং ৩ জন পরিদর্শকসহ মোট ১৯ জন বহিষ্কার হয়েছেন।

এসএসসি ও দাখিল ভোকেশনালের গণিত-২ বিষয়ের পরীক্ষায় ১ লাখ ৩৭ হাজার ৬৪ জনের মধ্যে অংশ নিয়েছেন ১ লাখ ৩৪ হাজার ২৩৯ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮২৫ জন। এ পরীক্ষায় ৩৬ জন পরীক্ষার্থী এবং ১৫ জন পরিদর্শক বহিষ্কার হন, মোট সংখ্যা দাঁড়ায় ৫১ জনে।

এদিকে, নকলের প্রবণতা বাড়ছে কি না— এমন প্রশ্নে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবির জানান, ইংরেজি ও গণিতের মতো বিষয়ে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে। তবে যেখানে এ ধরনের চেষ্টার প্রমাণ মিলছে, সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভবিষ্যতে এসব কেন্দ্র বাতিল করা হতে পারে এবং বাকি পরীক্ষাগুলোতেও কঠোর নজরদারি থাকবে।

প্রসঙ্গত, চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে ১০ এপ্রিল। প্রথম দিন অনুষ্ঠিত হয় বাংলা প্রথম পত্র, কুরআন মাজিদ ও তাজভিদ এবং বাংলা-২ বিষয়ের পরীক্ষা।

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে যমুনায় বিএনপির প্রতিনিধি দল
পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পীর বাড়িতে আগুন
তেজগাঁওয়ে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
চলছে কাঁচা আমের মৌসুম, জেনে নিন খাওয়ার উপকারিতা
আপত্তিকর পোশাকে খোলামেলা নাচ, যা বললেন মাহি
শিক্ষা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝