Publish: Wednesday, 9 April, 2025, 11:24 PM

প্রধান উপদেষ্টার রোহিঙ্গাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে নিয়োগ দেয়া হয়েছে। এখন থেকে তার পদবি হবে ‘জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই-রিপ্রেজেন্টেটিভ’।
বুধবার (৯ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
এতে বলা হয়, এখন থেকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সংক্রান্ত দায়িত্ব পালনেও সাহায্য করবেন ড. খলিলুর রহমান।
দায়িত্ব পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খলিলুর রহমান। তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টার অব্যাহত আস্থার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আমার দায়িত্বের গুরুত্ব সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত এবং আমাদের জাতীয় স্বার্থ সমুন্নত রাখা এবং এগিয়ে নেয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।
ডার্ক টু হোপ/এসএইচ