শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English हिन्दी

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
খেলাধুলা
ফের ইনজুরিতে নেইমার, কাঁদতে কাঁদতে মাঠ ছাড়লেন
স্পোর্টস ডেস্ক
Publish: Thursday, 17 April, 2025, 7:54 PM

নেইমারের ভাগ্য যেন চোট নামক এক অভিশাপের সঙ্গে জড়িয়ে গেছে। চোট যেন তার ক্যারিয়ারের সবচেয়ে বড় প্রতিপক্ষ। বিশ্বকাপ থেকে শুরু করে ক্লাব ফুটবল প্রায় প্রতিটি বড় মঞ্চেই কখনো না কখনো চোট তার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছে। ফের একবার সেই পুরোনো দৃশ্য মাঠে লুটিয়ে পড়া, চোটে কাতরান, আর অশ্রুসজল চোখে মাঠ ছাড়ার মুহূর্ত। অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নেমে খেলার মাত্র ৩০ মিনিটের মাথায় হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে বাধ্য হন ব্রাজিলিয়ান তারকা। মাঠ ছাড়ার সময় চোখের পানি ধরে রাখতে পারেননি তিনি।

ম্যাচের ৩৪ মিনিটে তাকে স্ট্রেচারে করে মাঠ ছাড়িয়ে নেওয়া হয়। তখন তার দল সান্তোস ২-০ গোলে এগিয়ে ছিল। ধারণা করা হচ্ছে, বাঁ ঊরুতে হ্যামস্ট্রিংয়ের পুরনো চোটই আবার ভোগাচ্ছে তাকে।

চোট কাটিয়ে দীর্ঘদিন পর এদিন প্রথম একাদশে ফিরেছিলেন নেইমার। তার জন্য এই ম্যাচটি ছিল আরও বিশেষ, ভিলা বেলমিরোতে সান্তোসের জার্সিতে এটি ছিল তার শততম ম্যাচ। মাঠে নামেন ‘১০০’ লেখা বিশেষ জার্সি পরে। তবে সেই রূপকথার প্রত্যাবর্তন মাত্র ৩০ মিনিটেই রূপ নেয় হতাশায়।

গত মার্চেও একই কারণে জাতীয় দল এবং সান্তোসের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে খেলতে পারেননি নেইমার। তার আগেও ২০২৩ সালের অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গুরুতর হাঁটুর চোটে পড়েন তিনি। এরপর সৌদি ক্লাব আল হিলালের হয়ে খেলেন কিছু ম্যাচ, কিন্তু নভেম্বরেই ফের ছিটকে পড়েন মাঠের বাইরে। চোটের কারণে গত ১৮ মাসে আল হিলালের হয়ে খেলতে পেরেছেন মাত্র ৭টি ম্যাচ।

চলতি বছরের জানুয়ারিতে ফ্রি এজেন্ট হিসেবে নিজের পুরনো ক্লাব সান্তোসে ফেরেন নেইমার। তবে ক্লাব বদলালেও ভাগ্য বদলায়নি। চোট যেন এখন তার সবচেয়ে বড় প্রতিপক্ষ। তবে সান্তোস ক্লাব নেইমারের পাশে রয়েছে। ক্লাবটির এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে লেখা হয়েছে, 'প্রিন্স! পুরো সান্তোস তোমার সঙ্গেই আছে।'

ডার্ক টু হোপ/এসএইচ
মতামত লিখুন:
https://www.darktohope.org/ad/1731844310_left-banner.gif

সর্বশেষ সংবাদ

ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার, আশ্বাস প্রধান উপদেষ্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের খন্ডকালীন মুখপাত্র আবু আবিদের নিয়োগ বাতিল
রোববার সারাদেশে মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের
আওয়ামী লীগের মিছিল ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টার নির্দেশ
জাপাকে রাজনীতি থেকে দূরে রাখতে ষড়যন্ত্র চলছে: জি এম কাদের
খেলাধুলা- এর আরো খবর
Email: darktohope@gmail.com
© 2024 Dark to Hope
🔝