Publish: Thursday, 17 April, 2025, 10:49 PM

চট্টগ্রামের কাট্টলী মোস্তফা হাকিম কলেজে এক শিক্ষিকার সাথে ব্যবস্থাপনা কমিটির বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় দুইপক্ষই আকবর শাহ থানার সামনে এসে বিক্ষোভ করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিএনপি নেতা কাট্টলী মঞ্জু ও স্বেচ্ছাসেবক দল নেতা সিরাজ উদ্দিনের অনুসারী ছাত্রদল কর্মীরা কলেজ ক্যাম্পাসে ঢুকে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। নারী শিক্ষকের পাশে দাঁড়ানোয় শিক্ষার্থীদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলেও অভিযোগ রয়েছে।
ঘটনার খবর পেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা কলেজে আসেন। কিন্তু তারাও ছাত্রদলের হামলার শিকার হন বলে জানা গেছে। এনসিপির কোতোয়ালী থানা সংগঠকের ওপর প্রকাশ্যে হামলা চালানো হয়েছে।
পরে পরিস্থিতি সামাল দিতে কলেজ কর্তৃপক্ষ, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী একাধিকবার বৈঠকে বসে। কিন্তু শেষ পর্যন্ত সমঝোতার চেষ্টা বিফলে যায়। বিকেল সাড়ে তিনটায় বৈঠকের এক পর্যায়ে কলেজ অধ্যক্ষের কক্ষে চলমান আলোচনায় হঠাৎ করেই হাতাহাতি শুরু হয়। উপস্থিত পুলিশ, সেনাবাহিনী ও কলেজ কর্তৃপক্ষের সামনেই শুরু হয় হট্টগোল ও সংঘর্ষ।
ছাত্ররা অভিযোগ করেছেন, মাঈনু চৌধুরীর উপস্থিতিতে মঞ্জু ও সিরাজের অনুসারী ছাত্রদল কর্মীরা সাধারণ ছাত্রদের মারধর করে। পুলিশ এ সময় নীরব দর্শকের ভূমিকা পালন করে।
আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, কলেজে নতুন পরিচালনা পরিষদ এক শিক্ষিকাকে কলেজে আসতে নিষেধ করার জেরে ঘটনার সূত্রপাত হয়। শিক্ষার্থীদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা পরিচালনা পরিষদের কর্মকর্তাদের কাছে শিক্ষিকার ব্যাপারে জানতে চাইলে ছাত্রদল হামলা করেছে বলে অভিযোগ উঠেছে। এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এখনও পর্যন্ত কেউ আহত হয়েছে কিনা সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে থানার সামনে দুইপক্ষ অবস্থান নিলেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন ওসি।
ডার্ক টু হোপ/এসএইচ