গত বছরের ডিসেম্বরে শেষ টেস্ট ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজ ১-১ সমতায় শেষ করেছিল তারা। চলতি বছর এখন পর্যন্ত সাদা বলে খেলা হয়নি টাইগারদের। আজ বছরের প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২২ গজে নামতে যাচ্ছে তারা। এমন ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রোববার (২০ এপ্রিল) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)।
তার আগেই পাকিস্তানের মাটিতে টাইগাররা ২-০ ব্যবধানে সিরিজ জিতে নেয়, যা ছিল সাদা পোশাকে বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা অর্জন।
এদিকে এমন ম্যাচে উইকেটকিপারের ভূমিকায় কে থাকবেন তা নিয়ে বেশ আলোচনা ছিল। ম্যাচের আগের দিনও তা নিয়ে মুখ খোলেননি অধিনায়ক নাজমুল। অবশেষে ম্যাচের দিন জানা গেল উইকেটকিপারের দায়িত্বটা থাকছে জাকেরের কাঁধে।
বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে, যেখানে রয়েছে নাহিদ রানাও। ওপেনিংয়ে সাদমান ইসলামের সঙ্গী মাহমুদুল হাসান, স্কোয়াডে থাকলেও একাদশে নেই জাকির হাসান।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, নাহিদ রানা ও খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ
বেন কুরান, ব্রায়ান বেনেট, নিকোলাস ওয়েলচ, শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ওয়েসলি মাধভেরে, নিয়াশা মায়াভো (উইকেটরক্ষক), ওয়েলিংটন মাসাকাদজা, রিচার্ড এনগারাভা, ব্লেসিং মুজারাবানি ও ভিক্টর নাইউচি।
ডার্ক টু হোপ/এসএইচ